জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ১১ এপ্রিল এক চেয়ারম্যান বিবৃতিতে সুদানের দার্ফুর সমস্যা সংশ্লিষ্ট সকল পক্ষের উদ্দেশ্যে চলতি মাসের শেষ দিকের আগে সার্বিক শান্তি চুক্তি সম্পাদনের দাবি জানিয়েছে।
নিরাপত্তা পরিষদের চলতি মাসের পালাক্রমিক সভাপতি, জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ওয়াং কুয়াং ইয়ার পাঠ করা এই বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তা পরিষদ আফ্রিকান ইউনিয়নের শান্তি ও নিরাপত্তা পরিষদে ১০ মার্চ গৃহীত প্রস্তাব সমর্থন করে। এবং সুদানের সংশ্লিষ্ট সকল পক্ষের উদ্দেশ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া, এপ্রিল মাসের শেষ দিকের আগে দার্ফুর সমস্যা নিয়ে সার্বিক শান্তি চুক্তি সম্পাদন করার দাবি জানিয়েছে।
বিবৃতিতে আফ্রিকান ইউনিয়নের নীতিগতভাবে দার্ফুরের শান্তিরক্ষী কর্তব্য জাতিসংঘের কাছে হস্তান্তর করার সিদ্ধান্তের প্রতি স্বাগত জানানো হয়েছে।
|