চীনের অর্থ মন্ত্রণালয় চলতি বছরে শস্য চাষীদের আরো ১২.৫ বিলিয়ন ইউয়ানের সরাসরি ভর্তুকি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ।
অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ১১ এপ্রিল বলেছেন , কার্যকরভাবে শস্য চাষীদের স্বার্থ রক্ষা করার জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে । এই বছরে চীনের অর্থ মন্ত্রণালয় তাদেরকে মোট ২৬.৭ বিলিয়ন ইউয়ানের সরাসরি ভর্তুকি দিয়েছে , গত বছরের তুলনায় তা ১০২ শতাংশ বেড়েছে ।
চীনে লোকসংখ্যা ১.৩ বিলিয়ন , এর মধ্যে অধিকাংশ কৃষক । সুতরাং কৃষি , গ্রাম ও কৃষকের সমস্যা ভালোভাবে সমাধান করা হল চীনের পার্টি ও সরকারের কাজকর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ।
|