ইরাকের সংসদের শিয়া সম্প্রদায়ের রাজনৈতিক ইউনিয়ন "ইরাকী ঐক্য ইউনিয়ন" ১১ এপ্রিল বর্তমান প্রধানমন্ত্রী ইব্রাহিম আল-জাফারীকে নতুন প্রধানমন্ত্রি পদে মনোনয়ন দেয়া না দেয়ার বিষয় নিয়ে সম্মেলন আয়োজন করেছে । অবশেষে সম্মেলনে কোনো ঐকমত্য হয় নি ।
ইরাকের সর্বোচ্চ ইসলামিক বিপ্লবী কমিশন ইত্যাদি ৭টি পার্টি সম্মেলনে অংশগ্রহণ করেছে । ইসলামিক দাওয়া পার্টি ও উগ্রপন্থী পার্টির নেতা সাদরের নেতৃত্বাধীন রাজনৈকি পার্টি জাফারীর প্রধানমন্ত্রীত্ব সমর্থন করে । তবে সর্বোচ্চ ইসলামিক বিপ্লবী কমিশন এবং ফাদিলা পার্টি এর বিরোধিতা করে ।
|