চেন চংহে ১৯৫৭ সালের ২ অক্টোবর চীনের ফুচিয়ান প্রদেশের লংহাই শহরে জন্মগ্রহণ করেন। তিনি এখন চীনের উচ্চপর্যায়ের ভলিবল কোচ।
১৯৭৬ সালে তিনি ফুচিয়ান পুরুষ ভলিবল দলের ক্রীড়াবিদ ছিলেন। ১৯৭৭ সালে তার দল জাতীয় এ পর্যায়ের পুরুষদের ভলিবল যৌথ প্রতিযোগিতায় তৃতীয় হয়। ১৯৭৮ সালে তিনি জাতীয় এ পর্যায়ের পুরুষদের ভলিবল যৌথ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন।
১৯৭৯ সালে তিনি জাতীয় নারী ভলিবল দলে প্রশিক্ষণ সহকারী হন, এর মধ্যে জাতীয় নারী ভলিবল দল একটানা পাঁচবার চ্যাম্পিয়ন হয়।
১৯৮৬ সালে তিনি ফুচিয়ান প্রদেশের নারী ভলিবল দলের কোচ হন, এর মধ্যে ফুচিয়ান নারী ভলিবল দল জাতীয় এ পর্যায়ের নারীদের যৌথ প্রতিযোগিতায় তৃতীয় আর ষষ্ঠ জাতীয় গেমসে চ্যাম্পিয়ন হয়।
১৯৮৯ সালে তিনি জাতীয় নারী ভলিবল দলের সহকারী কোচ হন। জাতীয় নারী ভলিবল দল প্রধান কোচ হু চিন আর চেন চংহের নেতৃত্বাধীনে একাদশ বিশ্ব নারী ভলিবল চ্যাম্পিয়শীপে রানার্স-আপ, ষষ্ঠ নারী ভলিবল বিশ্ব কাপে রানার্স-আপ ও ২৫তম অলিম্পিক গেমসে সপ্তম হয়।
১৯৯৩ সালে তিনি ফুচিয়ান প্রদেশের নারী ভলিবল দলের প্রধান কোচ হন, তাঁর নেতৃত্বাধীনে ফুচিয়ান প্রদেশের নারী ভলিবল দল বি পর্যায় থেকে এ পর্যায়ে উন্নীত হয়।
১৯৯৫ সালে তিনি জাতীয় নারী ভলিবল দলের কোচ হন। তাঁর সহায়তায় প্রধান কোচ লাংফিংয়ের নেতৃত্বাধীন জাতীয় নারী ভলিবল দল সপ্তম নারী ভলিবল বিশ্ব কাপে তৃতীয়, ২৬তম অলিম্পিক গেমসে রানার্স-আপ, নবম এশীয় নারী ভলিবল চ্যাম্পিয়শীপে চ্যাম্পিয়ন, ত্রিশতম বিশ্ব চ্যাম্পিয়শীপে রানার্স-আপ ও ত্রিশতম এশীয় গেমসে চ্যাম্পিয়ন হয়।
১৯৯৯ সালে হু চিন জাতীয় নারী ভলিবল দলের প্রধান কোচ হন। চেন চংহে অব্যাহতভাবে জাতীয় নারী ভোলিবল দলের কোচ হন। তাঁর সহায়তায় হু চিনের নেতৃত্বাধীন জাতীয় নারী ভলিবল দল দশম এশীয় নারী চ্যাম্পিয়শীপে চ্যাম্পিয়ন, অষ্টম নারী ভলিবল বিশ্ব কাপে পঞ্চম ও ২৭তম অলিম্পিক গেমসে পঞ্চম হয়।
২০০১ সালের প্রথম দিকে, চেন চংহে চীনের জাতীয় নারী ভলিবল দলের প্রধান কোচ নিযুক্ত হন।
২০০৩ সালের শেষ দিকে, চেন চংহে নেতৃতাধীন চীনের জাতীয় নারী ভলিবল দল একটানা ১১টি জয়ের মাধ্যমে বিশ্ব কাপে চ্যাম্পিয়ন হন।
২০০৩ সালের আগস্ট মাসে চেন চংহের নেতৃত্বাধীন চীনের জাতীয় নারী ভলিবল ২০ বছর পর আবার অলিম্পিক গেমসের স্বর্ণপদক অর্জন করে।
|