চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়েনছাও ১১ এপ্রিল পেইচিংয়ে ঘোষণা করেছেন যে , যুক্তরাস্ট্র ,সৌদি আরব , মরক্কো , নাইজেরিয়া ও কেনিয়ার রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণে চীনের প্রেসিডেন্ট হু চিনথাও ১৮ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত এই পাঁচটি দেশে রাষ্ট্রীয় সফর করবেন ।
লিউ চিয়েনছাও বলেছেন , হু চিনথাও যথাক্রমে ইয়েল বিশ্ববিদ্যালয়, সৌদি আরবের সংসদ এবং নাইজেরিয়ায় বক্তৃতা দেবেন । যুক্তরাষ্ট্র সফরকালে তিনি সিয়াটল ও য়াশিংটন ও ইয়েলে বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবেন , মার্কিন নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কএবং তাইওয়ান , বাণিজ্য , রেনমিনপির বিনিময় হারসহ বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করবেন । তাছাড়া তিনি ব্যাপকভাবে যুক্তরাষ্ট্রের শিল্প ও বাণিজ্য এবং একাডেমি শিয়ান প্রভৃতি মহলের ব্যক্তিদের সঙ্গে কথাবার্তা বলবেন ।
লিউ চিয়েনছাও বলেছেন , কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে চীন ও যুক্তরাষ্ট্রের মতভেদ , বিরোধ ও অমিল আছে । এবারের সফর দুপক্ষের মতাভেদ দূর করার এক ভাল সুযোগ । তিনি আরও বলেছেন , তিনটি আফ্রিকান দেশে হুচিনথাওয়ের সফর আর্থ-বাণিজ্য , শক্তি সম্পদ , সংস্কৃতি , বিজ্ঞান ও প্রযুক্তি প্রভৃতি ক্ষেত্রে চীন-আফ্রিকা সার্বিক সহযোগিতা জোরদার করবে ।
|