সোমবার চীন ও যুক্তরাষ্ট্র বিপদজনক ও নিরেট পরিত্যক্ত দ্রব্য ব্যবস্থাপনা সংক্রান্ত দলিলপত্র স্বাক্ষর করেছে । এটা এই ক্ষেত্রে চীন-মার্কিন পরিবেশ সংরক্ষণের সহযোগিতা আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার প্রতীক ।
সংশ্লিষ্ট দলিলপত্র অনুসারে আগামী দিনগুলোতে চীন ও যুক্তরাষ্ট্র হস্তান্তর অথবা পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত তথ্য বিনিময়ের মাধ্যমে বিদ্যাগত সভা আহবান এবং সহযোগিতামূলক প্রকল্প চালু করার মত উপায় দিয়ে আদান-প্রদান ও সহযোগিতা চালাবে ।
দলিলপত্রে বলা বলা হয়েছে , চীন ও যুক্তরাষ্ট্র পরিত্যক্ত চিকিত্সা দ্রব্য, ইলেক্ট্রনিক দ্রব্য, পরিত্যক্ত টায়ার এবং শিল্পজাত ও বেসামরিক দুষিত পানি শোধনের পর সৃষ্ট ময়লা মাটির মত বিপদজনক ও নিরেট বর্জ্য দ্রব্য ব্যবস্থাপনার পরিবেশগত নিয়মবিধি প্রণয়ন ও জোরদার করবে ।
|