চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়ান ছাও ১১ এপ্রিল পেইচিংয়ে বলেছেন, চীন আশা করে আন্তর্জাতিক আণবিকশক্তি সংস্থার(আই এই ই এই) মহা পরিচালক মোহামেদ এম এল বারাদেই'র ইরান সফর বর্তমানে আন্তর্জাতিক সমাজের শান্তিপূর্ণ উপায়ে ইরানের পারমাণবিক সমস্যা সমাধানের অনুকূল হবে।
জানা গেছে, ১২ এপ্রিল বারাদেই ইরান গিয়ে ইরানের পরমানু সমস্যা নিয়ে ইরানের সঙ্গে যোগাযোগ করবেন।
লিউ চিয়ান ছাও বলেন, বারাদেই আই এই ই এই'র কাঠামোয় ইরানের পরমানু সমস্যার যথোচিত সমাধানের জন্য ইতিবাচক ভুমিকা পালন করেন বলে চীন তাকে স্বাগত জানায় এবং আশা করে সংশ্লিষ্ট পক্ষ তাঁর সফরের জন্য ইতিবাচক সমন্বয় করবে।
|