হংকংএ মোতায়ন ব্রিটেনের নৌ-বাহিনীর ঘাঁটি বুন্ধ
১৯৯৭ সালের ১১ এপ্রিল ব্রিটেনের জাতীয় পতাকা আস্তে আস্তে নামানো হয় । দু শতাধিক সৈন্য লাইন বেঁধে সেনানিবাস থেকে বের হয়। তার পর সেনানিবাসের দরজা বন্ধ করে দেয়া হয়। সে দিন দুপুর ১২টা ৩০ মিনিটে হংকংএ মোতায়ন ব্রিটেনের অথর্বা এশিয়ার সবশেষ নৌ-বাহিনীর ঘাঁটিও বন্ধ করে দেয়া হয়।
উপ সাগর যুদ্ধ আনুষ্ঠানিকভাবে বুন্ধ
১৯৯০ সালের জুলাই মাসের মাঝখানে তেলের নীতি, ভূভাগ নিয়ে বিরোধ এবং ঋণ সমস্যার কারণে ইরাক , কুওয়েত এবং আরব যুক্ত আমিরাতের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্য রুপ নিয়েছে। সে বছরের আগ্যস্ট মাসে ইরাক কুওয়েত দখল করে। বিশ্ব সমাজ ইরাকের আগ্রাসী আচরণের তীব্র নিন্দা করে। বিশ্ব সমাজ ইরাকের উদ্দেশ্যে বিনা শর্তে কুওয়েত থেকে সরিয়ে নেওয়ার আহ্বান জানায়। পাঁচ মাসব্যাপী সামরিক সঞ্চালন , মোতায়ন, পরস্পর বিরোধী আর কূটনৈতিক মধ্যস্থতার পর সমস্যা সমাধান করা হয়নি। অবশেষে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ৬৭৮ নম্বর সিদ্ধান্ত গৃহীত হয়। এই সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯১ সালের জানুয়ারী মাসের আগে যদি ইরাক সংশ্লিষ্ট সিদ্ধান্ত মেনে না চলে তাহলে জাতিসংঘ সমস্ত সম্ভাব্য পদক্ষেপ নেবে।তবে ইরাক জাতিসংঘের এই সিদ্ধান্ত নাচক করে। ১৯৯১ সালের ১৭ জানুয়ারী মার্কিন পরিচালিত বহুদেশীয় বাহিনী ইরাকের উপর বিরাটাকারের বিমান আক্রমণ চালায়। বহুদেশীয় সেনাবাহিনীর চাপে ১৯৯১ সালের ২৮ ফেব্রুয়ারী ইরাক আবার আলোচনার টেবিলে বসতে বাধ্য হয়। অবশেষে ইরাক কুওয়েত থেকে সৈন্য প্রত্যাহার করতে রাজি হয়। ১৯৯১ সালের ১১ এপ্রিল উপ সাগরে মোতায়ন মার্কিন সেনাবাহিনীর সেনাপতি ঘোষণা করেন উপ-সাগরের যুদ্ধ-বিরতি আনুষ্ঠানিকভাবে বলবত হয়।
যুক্তরাষ্ট্র ফিলিপাইন দখল করে
১৮৯৯ সালের ১১ এপ্রিল যুক্তরাষ্ট্র ফিলিপাইন দখল করে।
পেইচিং অলিম্পিক গেমস ২০০০ এর আবেদন কমিটি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়
১৯৯১ সালের ১১ এপ্রিল চীনের রাষ্ট্রীয় পরিষদের অনুমোদন পেয়ে পেইচিং ২০০০ সালের অলিম্পিক গেমসের আবেদন কমিটি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।
চীনের বুদ্ধধর্ম সমিতি প্রতিষ্ঠিত হয়
১৯১২ সালের ১১ এপ্রিল চীনের বুদ্ধধর্ম সমিতি সাংহাইএ প্রতিষ্ঠিত হয়।
লসেনআজেলাসে দাঙ্গাহাঙ্গামা ঘটে
১৯৯২ সালের ১২ এপ্রিল যুক্তরাষ্ট্রের লসেনআজেলাসে বিরাটাকারের দাঙ্গাহাঙ্গামা ঘটে। এই দাঙ্গাহাঙ্গামায় ৫০জনের প্রাণহানি ঘটে। প্রায় ৪০০০ জন আহত হয়।১২০০জনকে গ্রেফতার করা হয়। ১০০ কোটি মার্কিন ডলারের অর্থনীতির ক্ষয়ক্ষতি হয়।
|