চীনে নিয়োজিত জর্জিয়ার রাষ্ট্রদূত মিখাইল উকলেবা ১০ এপ্রিল বলেছেন, চীনে জর্জিয়ার প্রেসিডেন্ট মিখাইল সাকাশভিলির রাষ্ট্রীয় সফর দু'দেশের সম্পর্কের ইতিহাসে নতুন পাতা ইন্মোচন করবে।
চীনের প্রেসিডেন্ট হু চিনথাওয়ের আমন্ত্রণে, জর্জিয়ার প্রেসিডেন্ট মিখাইল সাকাশভিলি ১০ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত চীনে রাষ্ট্রীয় সফর করছেন। সংবাদদাতাদের দেয়া এক সাক্ষাত্কারে তিনি এ কথা বলেছেন।
তিনি আরো বলেন, ১৯৯২ সালে দু'দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে, দু'পক্ষ চল্লিশাধিক দ্বিপাক্ষিক দলিলপত্র স্বাক্ষর করেছে। তা দু'দেশের বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক সম্পর্কের সুষ্ঠু উন্নয়নের জন্য দৃঢ় ভিত্তি পত্তন করেছে। জর্জিয়া পরিবহণ, বিদ্যুত্ শক্তি, কৃষি, বিশেষ অর্থনৈতিক এলাকা প্রতিষ্ঠা ইত্যাদি ক্ষেত্রে চীনের সঙ্গে সহযোগিতা করতে ইচ্ছুক।
জর্জিয়ার দৃঢ়ভাবে একচীন নীতি অনুসরণ করার কথা তিনি আরেক বার ঘোষণা করেছেন।
|