১০ এপ্রিলসিরিয়া সরকারী বার্তা সংস্থার খবরে প্রকাশ , ৯ এপ্রিল রাজধানী দামাস্কাসে সিরিয়ার এক সামরিক আদালতে অনুপস্থিত থাকার অবস্থায় ফ্রান্সে নির্বাসিত সাবেক ভাইস প্রেসিডেন্ট আব্দুল হালিম খাদ্দামের বিচার হয়েছে ।
আদালতে খাদ্দামের বিরুদ্ধে বিদেশকে "সরাসরি সিরিয়ায় অনুপ্রবেশ করতে উস্কানি দেয়া , এবং ষড়যন্ত্র করে রাজনৈতিক ও দেওয়ানী ক্ষমতা কেড়ে নেয়া সহ ৭টি অপরাধের অভিযোগ আনা হয়েছে । এর মধ্যে যে কোনো একটা অভিযোগ প্রমাণিতহলে খাদ্দামের যাবজ্জীবন হবে।
খাদ্দাম দীর্ঘকাল ধরে সিরিয়া সরকারে গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত ছিলেন । গত বছরের মাঝামাঝি সময়ে তিনি ভাইস প্রেসিডেন্টহিসেবে পদত্যাগ করেছেন এবং ফ্রান্সে সপরিবার বসবাস করতে শুরু করেন । গত বছরের শেষ দিকে এক সাক্ষাত্কারে তিনি প্রথমবারের মতো স্বীকার করেছেন , লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রাফিক হারিরি গত বছরের ফেব্রুয়ারী মাসে আততায়ির হাতে মারা যাওয়ার আগে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদ তাঁকে হুমকী দেখিয়েছিলেন । এ বছরের জানুয়ারী মাসে সিরিয়া সরকার রাষ্ট্রদ্রোহিতা প্রভৃতি অপরাধের অভিযোগে খাদ্দামেরবিচার করেছে ।
|