চীনের উপ প্রধানমন্ত্রী উ ই ৯ এপ্রিল মার্কিন দক্ষিণ ক্যারোলিনা রাজ্যের রাজধানী কলম্বিয়া শহরে বলেছেন , আলোচনার মাধ্যমে চীন-মার্কিন আর্থ-বাণিজ্যিক সমস্যা সমাধান করতে হবে ।
সেদিন দক্ষিণ ক্যারোলিনা রাজ্যের ফেডারেল সিনেট সদস্য লিন্ডসী ঔ গ্রাহাম ও জিম ডেমিন্টের সঙ্গে সাক্ষাত্কালে তিনি উপরোক্ত কথা বলেছেন । তিনি বলেছেন , চীন-মার্কিন আর্থ-বাণিজ্যিক সম্পর্কের দ্রুত উন্নয়নে কিছু সমস্যা দেখা দেয়া খুব স্বাভাবিক । দু'পক্ষের উচিত আন্তরিকভাবে সমতাভিত্তিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা । চাপ প্রয়োগ সমস্যা সমাধানের উপায় নয় , বরং তা নেতিবাচক প্রভাব ফেলবে ।
উ ই আরো বলেছেন , তিনি ওয়াশিংটনে মার্কিন বাণিজ্য মন্ত্রী গুটিয়েরেজ ও বাণিজ্য প্রতিনিধি পোর্টমানের সঙ্গে ১৭তম চীন-মার্কিন যৌথ বাণিজ্য কমিশনের সম্মেলনে সভাপতিত্ব করবেন । তিনি আশা করেন দু'পক্ষ পরামর্শ ও আদান-প্রদানের মাধ্যমে দু'দেশের আর্থ-বাণিজ্যিক সম্পর্কের উন্নয়নের জন্য শর্ত যুগাবে ।
|