চীনের ব্যাংকিং শিল্প তত্ত্বাবধান কমিশনের ভাইস চেয়ারম্যান থাং সুয়াং নিং ৯ এপ্রিল বলেছেন , ব্যাংক শিল্প তত্ত্বাবধান কমিশন চীনের ব্যাংক কাঠামোর উত্কৃষ্টতা বাড়াতে বেসরকারী পুঁজি বিনিয়োগে উত্সাহ দেয় । চীনের ব্যাংকিং শিল্পে বেসরকারী পুঁজি বিনিয়োগে কোনো আইনগত বাধা নেই ।
পিকিং বিশ্ববিদ্যালয়ের বেসরকারী শিল্প প্রতিষ্ঠানের পুঁজি বিনিয়োগ ও উন্নয়ন ফোরামে থাং সুয়াং নিং বলেছেন , ব্যাংকিং শিল্পে বেসরকারী পুঁজি বিনিয়োগের অনুমোদন দেয়া ও সংস্থার প্রবেশের অনুমোদন দেয়া হল দু'টি আলাদা ধারণা । বেসরকারী পুঁজি ব্যাংক শিল্পে প্রবেশে কোনো আইনগত বাধা নেই । থাং সুয়াং নিং জানিয়েছেন , বেসরকারী পুঁজি চীনের ব্যাংক শিল্পের বিভিন্ন ক্ষেত্রে প্রবেশ করেছে এবং ব্যাংকিং শিল্পে অর্থ সংস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়েছে । ১১টি শেয়ার ব্যাংকের শেয়ার মালিকানা কাঠামো সংক্রান্ত পরিসংখ্যান থেকে জানা গেছে , গত বছরে এই সব ব্যাংকের অর্ধেক শেয়ার বেসরকারী ।
|