৯ এপ্রিল চীনের অর্থমন্ত্রী চিন রেন ছিং ভিয়েনায় অনুষ্ঠিত ৭ ম এশিয়া-ইউরোপ অর্থমন্ত্রী সম্মেলনে ভাষণ দেয়ার সময় জোর দিয়ে বলেছেন যে, চীন পুরোপুরিভাবে বিশ্বায়নের সুযোগে নিজের উন্নয়ন করার সঙ্গে সঙ্গে, বিশ্বের অর্থনীতির বৃদ্ধিতে অবদান রাখছে।
সম্মেলনে তিনি বিশ্বায়নের সুযোগ ও চ্যালেন্জ মোকাবিলায় চীনের নীতি ও ব্যবস্থা ব্যাখ্যা করেছেন। এর মধ্যে চীনের সামষ্টিক অর্থনীতি, শিল্প কাঠামো সুবিন্যস্তকরণ ও সামাজিক নিশ্চয়তাবিধান ব্যবস্থা ইত্যাদি রয়েছে।
তিনি জোর দিয়ে বলেন, চীন অবিচলিতভাবে বিজ্ঞানসম্মত উন্নয়ন আঁকড়ে ধরবে। অব্যাহতভাবে ও বিরাটাকারে সংস্কার আর মুক্তদ্বার অভিযান ত্বরান্বিত করার সঙ্গে সঙ্গে দেশে অধিকতরভাবে অর্থনৈতিক কাঠামোর সুবিন্যস্তকরণ সম্প্রসারণ করা, স্বতন্ত্র নবায়ন আর উদ্ভাবনের সামর্থ্য বাড়ানো ও অভ্যন্তরীণ দাবি সম্প্রসারণ এবং বিদেশের উদ্দেশ্যে সকল সহযোগি বন্ধুদের সঙ্গে যৌথ সমৃদ্ধি ও যৌথ উন্নয়ন বাস্তবায়ন করবে।
|