৯ এপ্রিল ফিলিস্তিনের প্রধানমন্ত্রী ভবনের মুখপাত্র গাজি হামদ গাজা এলাকায় ইসরাইলের নির্মূলীকরণ তত্পরতার তীব্র নিন্দা করেছেন এবং বলেছেন যে , ফিলিস্তিন কোনোমতেই প্রতিরোধের অধিকার ছেড়ে দেবে না । ইসরাইলের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী এহুদ ওলমের্ত একইদিন বলেছেন যে , ইসরাইল সশস্ত্র ব্যক্তিদের ওপর আঘাত অব্যাহত রাখবে ।
ফিলিস্তিন স্বশাসন সরকারের প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া একইদিন গাজায় মন্ত্রী সভার আংশিক সদস্যের সঙ্গে জরুরী অধিবেশন আয়োজন করে ইসরাইলের দ্রুত বধমান সামরিক তত্পরতা মোকাবেলা করার বিষয় নিয়ে পরামর্শ করেছেন । অধিবেশন শেষে প্রেসিডেন্ট ভবনের মুখপাত্র গাজি হামদ সংবাদ মাধ্যমকে বলেছেন , ফিলিস্তিন কোনোমতেই ইসরাইলের স্পর্ধার কাছে নতি স্বীকার করবে না । যুক্তরাষ্ট্র ও ইইউ ইসরাইলের আগ্রাসন যে উপেক্ষা করেছে , ফিলিস্তিন তার প্রতি অসন্তোষ প্রকাশ করেছে ।
একইদিন , ইসরাইলের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ওলমের্ত নিয়মিত মন্ত্রী পরিষদ সম্মেলনে বলেছেন , ইসরাইল রকেট হামলা ও অন্যান্য উপায়ে ইসরাইলের ওপর হামলাকারীদের ওপর আঘাত হানবে ।
অন্য খবরে জানা গেছে , ৯ এপ্রিল জাতিসংঘ মহাসচিব কফি আনান তাঁর মুখপাত্রের মাধ্যমে ফিলিস্তিন ও ইসরাইলের প্রতি সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছেন । তা ছাড়া , মিসরের পররাষ্ট্র মন্ত্রী আহমেদ আবদুল গেইত কাইরোয় বলেছেন , ফিলিস্তিনী সশস্ত্র ব্যক্তিদের বিরুদ্ধে ইসরাইলের সামরিক তত্পরতা বৃদ্ধি নিজের নিরাপত্তা রক্ষায় সহায়ক হবে না , তা আরো বেশি হিংসাত্মক তত্পরতা ডেকে আনবে ।
|