৯ এপ্রিল যুক্তরাষ্ট্রের তথ্য মাধ্যমগুলোর সাক্ষাত্কারে মার্কিন প্রেসিডেন্ট বুশের উপদেষ্টা ডান বারটলেট বলেছেন, প্রেসিডেন্ট বুশ কূটনৈতিক পদ্ধতির মাধ্যমে ইরানের পরমাণু ইস্যু সমাধানের অগ্রাধিকার দেওয়ার বিবেচনা করছেন। বুশ সরকার ইরানের উপর সামরিক আঘাত হানার প্রস্তুতি নিচ্ছে বলে তথ্য মাধ্যমগুলোতে যে খবর প্রচারিত হয়েছে তার প্রসঙ্গে তিনি বলেছেন, মার্কিন সরকার কেবল নিয়মিত প্রতিরক্ষা আর গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজ চালাচ্ছে। যারা এর ভিত্তিতে উপরোল্লেখিত মন্তব্য রেখেছেন তাদের খবরের সূত্র সঠিক নয়। উপরন্তু ইরানের পরমাণু ইস্যুতে বুশ সরকারের নীতি সম্বন্ধে তাদের জানাশুনা প্রায় নেই।
একই দিন ওয়াশিংটন পোস্টে মার্কিন সরকারের একজন কর্মকর্তার কথার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে , তার পরমাণু পরিকল্পনা পরিত্যাগ করতে ইরানের উপর চাপ সৃষ্টি করার জন্যে বুশ সরকার ইরানের উপর সামরিক আঘাত হানার পরিকল্পনা নিয়ে গবেষণা করছে। কিন্তু শীঘ্রইএই সামরিক আঘাত হানার সম্ভাবনা খুব কম।
|