v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-04-10 15:34:43    
০৩---১০ এপ্রিল, ২০০৬

cri
হু চিন থাওঃ চীন অব্যাহতভাবে উপসাগরীয় শান্তি ও উন্নয়নের জন্য প্রচেষ্টা চালাতে ইচ্ছুক

চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ৬ এপ্রিল পেইচিংয়ে ইয়েমেনের প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহের সংগে বৈঠক করার সময় বলেছেন , চীন আরব দেশগুলো আর বিশ্ব সমাজের সংগে মিলে মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে শান্তি ও উন্নয়নের জন্য অব্যাহতভাবে অবদান রাখতে ইচ্ছুক ।

উপসাগরীয় পরিস্থিতি প্রসংগে হু চিন থাও বলেছেন , চীন বরাবরই এই অঞ্চলেরউত্তেজনাসংকুল পরিস্থিতিকে প্রশমন ও স্থিতিশীলতার দিকে চালিত করে আসছে আর এই অঞ্চলের পরিস্থিতি তীব্রতর করার যে কোনো কার্যকলাপের পরিপন্থী । চীন মনে করে যে , বিভিন্ন পক্ষের উচিত সংলাপ জোরদার করা সমতার ভিত্তিতে আলাপ-পরামর্শ করা এবং জাতি -সংঘের সংশ্লিষ্ট প্রস্তাব অনুসারে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে ন্যায়সংগত আর যুক্তিযুক্তভাবে পারস্পরিক বিরোধ নিরসনের পক্ষপাতী ।

চীন-ভারত অস্থায়ী সীমান্ত বাণিজ্যবাজার খুব সম্ভবজুন মাসে চালু হবে

সিনহুয়া বার্তা সংস্থার খবরে জানা গেছে, বর্তমানে চীন পক্ষ চীন-ভারত সীমান্ত অঞ্চল--তিব্বতের ইয়াতোং জেলায় একটি অস্থায়ী সীমান্ত বাজার নির্মাণ করছে, এ বছরের জুন মাসে এই প্রকল্প খুব সম্ভব চালু হবে । এর মাধ্যমে চীন ও ভারতের মধ্যে বন্ধ হওয়া সীমান্ত বাণিজ্য আবার শুরু হবে ।

বর্তমানে চীন ও ভারতের মধ্যে অধিকাংশ বাণিজ্য নৌ-পরিবহনের মাধ্যমে হয়, তিব্বতের অধিকাংশ বৈদেশিক-বাণিজ্য থিয়েনচিন বন্দরের মাধ্যমে হয় । দু'টি স্থানের দুরত্ব কয়েক হাজার কিলোমিটার । নতুন নির্মিত সীমান্ত বাজার ব্যবস্থাপনা শুরু করলে , লাসা ,ইয়াতোং জেলা ও ভারত মহা সাগরের বন্দরের দুরত্ব শুধু ১২০০ কিলোমিটার হবে । এটা চীন ও ভারতের বৈদেশিক উন্মুক্ততা ও দ্বিপাক্ষিক বাণিজ্যের প্রতি সহায়ক হবে ।

জানা গেছে, তিব্বতের ইয়াতোং জেলা চীন ও ভারতের মধ্যে বৃহত্তম বাণিজ্যিক স্থল ছিল । বিংশ শতাব্দীর শুরুতে সেখানে দু'দেশের বাণিজ্যের পরিমাণ চীন -ভারত সীমান্ত বাণিজ্যের মোট মূল্যের ৮০ শতাংশের বেশি ছিল।

চীন ও ভারত ইন্টার-আমেরিকান উন্নয়ন ব্যাংকের সদস্য হবে

ইন্টার-আমেরিকান উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান লুইস আলবের্টো মোরেনো ৫ এপ্রিল জানিয়েছেন, চীন ও ভারত যথাশীঘ্র এই ব্যাংকের সদস্য হবার জন্য তিনি প্রয়াস চালাবেন।

ইন্টার-আমেরিকান উন্নয়ন ব্যাংকের৪৭তম বার্ষিক সম্মেলনের পর আয়োজিত তথ্য-জ্ঞাপন সভায় লুইস বলেছেন, তিনি চীন ও ভারত ইন্টার-আমেরিকান উন্নয়ন ব্যাংকে যোগদানে আশাবাদী। তিনি আরো বলেছেন, এই লক্ষ্য যথাশীঘ্র হাসিল হওয়ার জন্য তিনি ব্যাংকের সদস্যদের সঙ্গে পরামর্শ করবেন।

ইন্টার-আমেরিকান উন্নয়ন ব্যাংক ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত হয়, তা প্রধানত লাতিন আমেরিকান দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন পরিকল্পনার জন্য অর্থ ও প্রযুক্তিগত সাহায্য দেয়।

ভারতে নিখোঁজ চীনের তাইওয়ানের নারী পর্যটকের লাশ পাওয়া গেছে

ভারতস্থ চীনা দূতাবাস ৯ এপ্রিল স্বীকার করেছে যে , বহুদিন ধরে ভারতে নিখোঁজ থাকা চীনের তাইওয়ানের নারী পর্যটকের লাশ ৮ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশমীরের রাজধানী শ্রীনগরের এক হ্রদে পাওয়া গেছে ।

ভারতের সংবাদ মাধ্যমের খবরে প্রকাশ , হুয়াং সুছিং নামে ৫২ বছর বয়সী এই পর্যটক পায়েহেঁটে ভ্রমণ করতে পছন্দ করতেন । তিনি ২২ মার্চ এই অঞ্চলে নিখোঁজ হন । তার নিখোঁজ হওয়ার দুদিন পর শ্রীনগরের দাল হ্রদে নৌকা ও ঘর ভাড়া ব্যবসায়ী স্থানীয় পুলিশের কাছে তার নিখোঁজ হবার খবর দিয়েছেন ।

ভারতের বিশেষ পুলিশবাহিনী জায়গাটিতে তল্লাসী চালিয়েছে এবং অবশেষে দাল হ্রদের সঙ্গে সংলগ্ন নিজীন হ্রদে হুয়াং সুছিংয়ের লাশ পেয়েছে ।

ভারতস্থ চীনা দূতাবাসের তথ্য বিভাগ জানিয়েছে , চীনা দূতাবাস হুয়াং সুছিংয়ের নিখোঁজ হবার বিষয়কে অত্যন্ত গুরুত্ব দিয়েছে এবং ভারতের সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে ঘনিষ্টভাবে যোগাযোগ বজায় রাখছে । এখন ঘটনাটি নিয়ে তদন্ত চালানো হচ্ছে ।

জলদস্যুদের দমন সংক্রান্ত তিন দেশের যৌথ সহযোগিতা প্রটোকল স্বাক্ষরিত

দক্ষিণ কোরিয়া , ভারত আর শ্রীলংকা ৭ এপ্রিল সিংগাপুরে এশিয়ার জলদস্যুদের লুটপাট দমন সংক্রান্ত একটি আঞ্চলিক সহযোগিতা প্রটোকল স্বাক্ষর করেছে ।

সিংগাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে , সিংগাপুরে দক্ষিণ কোরীয় রাষ্ট্রদূত , ভারত আর শ্রীলংকার হাই কমিশনার একই দিন যথাক্রমে যার যার দেশের পক্ষ থেকে সহযোগিতা প্রটোকলে স্বাক্ষর করেছেন । তা ছাড়া দক্ষিণ কোরিয়া এই প্রটোকল অনুমোদন করেছে ।

২০০৪ সালের নভেম্বর মাসে আসিয়ানের ১০টি দেশ আর চীন , জাপান , দক্ষিণ কোরিয়া প্রভৃতি ১৬টি দেশ টোকিওতে যৌথভাবে জলদস্যুদের লুটপাট দমন সংক্রান্ত আঞ্চলিক সহযোগিতা প্রটোকল স্বাক্ষর করেছে এবং সিংগাপুরে তথ্য বিনিময় কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে । এ পর্যন্ত ১১টি এশীয় দেশ এই প্রটোকলে সই করেছে ।

ভারত নীতিগতভাবে সিয়াচেন হিমবাহ থেকে সৈন্য প্রত্যাহার করতে রাজী

ভারতের পাইয়নিয়ার পত্রিকার খবরে প্রকাশ, ভারত সরকার সিয়াচেন হিমবাহ থেকে তার ৪০০০ সৈন্য ধাপে ধাপে সরিয়ে নিতে নীতিগতভাবে রাজী হয়েছে।

জানা গেছে, গত ফেব্রুয়ারি মাসের শেষ দিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী আজিজের সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নারায়ানানের বৈঠকের পর ভারত সিয়াচেন থেকে সৈন্য সরিয়ে নিতে নীতিগতভাবে রাজী হবার সিদ্ধান্ত নিয়েছে।

ভারত সরকার জানিয়েছে, আগামী মে মাসের প্রথম দিকে ভারত ও পাকিস্তান প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের বৈঠক আয়োজন করবে। যদি বৈঠক সফল হতে পারে তাহলে ভারতের প্রধানমন্ত্রী মনমহন সিং আগস্ট মাসে পাকিস্তান সফরকালে সৈন্য সরিয়ে নেয়ার চুক্তি স্বাক্ষর করবেন।

ওমান গুয়াডার পোতাশ্রয়ের নির্মাণ করার জন্য পাকিস্তানে আট কোটি মার্কিন ডলার দেবে

ওমানের পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ বিন আলাবি বিন আবদুল্লাহ ৪ এপ্রিল বলেছেন, ওমান পাকিস্তানে গুয়াডার পোতাশ্রয় নির্মাণের জন্য আট কোটি মার্কিন ডলার দেবে।

একইদিনে আলাবি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খুরশিদ মহমুদ কাসুরির সঙ্গে বৈঠকের পর একটি সংবাদ সম্মেলনে এই কথা বলেছেন। তিনি বলেছেন, গুয়াডার পোতাশ্রয়ের নির্মাণ বেলুচিস্তান প্রদেশের অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক স্থিতিশীলতার জন্য ক্যালণকর হবে। এর আগে ওমান এই প্রকল্প নির্মাণ করার জন্য পাকিস্তানকে দু'কোটি মার্কিন ডলার দিয়েছে।

আলাবি ৪ এপ্রিল পাকিস্তানে দিনব্যাপী সফর করেছেন।

কংগ্রেসের প্রতি রাইসঃ যুক্তরাষ্ট্র ও ভারতের বেসরকারী পারমাণবিক শক্তিসম্পদ সহযোগিতার চুক্তি

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রাইস ৫ এপ্রিল মার্কিন কাংগ্রেসকে যুক্তরাষ্ট্র ও ভারত স্বাক্ষরিত বেসরকারী পারমাণবিক শক্তিসম্পদ সহযোগিতার চুক্তি অনুমোদন করার আহ্বান জানিয়েছেন। তিনি ব্যাখা করেছেন যে এই চুক্তি দক্ষিণ এশিয়ায় সামরিক প্রতিযোগিতা সৃষ্টি করবে না।

তিনি সেইদিন আরো বলেছেন যে, যুক্তরাষ্ট্র ও ভারতের বেসরকারী পারমাণবিক শক্তিসম্পদ সহযোগিতার চুক্তি ভারতকে ইরানের তেলের ওপর নির্ভরতা কমানোর জন্য সাহায্য করবে , এর সঙ্গে সঙ্গে মার্কিন কর্মসংস্থানও বাড়বে। কংগ্রেসের কিছু কিছু সদস্য মনে করেন ভারত এই চুক্তির সাহায্যে নিজের পারমাণবিক অস্ত্র সম্প্রসারণ করবে তিনি তা অস্বীকার করেছেন এবং জোর দিয়ে বলেছেন যে , ভারতের বেসরকারী পারমাণবিক বিয়্যাকটর আন্তর্জাতিক সমাজ তত্ত্বাবধান করবে।

কাঠমন্ডুতে সান্ধ্য আইন অব্যাহত

নেপালের সরকার ৯ এপ্রিল ঘোষণা করেছে , সামাজিক নিরাপত্তা রক্ষার্থে রাজধানী কাঠমন্ডুর উপত্যকা এলাকায় অব্যাহতভাবে সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত সান্ধ্য আইন বলবত থাকবে ।

৯ এপ্রিল নেপালের সাতটি বিরোধী দলীয় জোট আহুত ৪দিনব্যাপী সাধারণ হরতালের শেষ দিন । ৮ তারিখে কিছু এলাকায় মিছিল ও জনসমাবেশ অনুষ্ঠিত হয় , পশ্চিমাঞ্চলের পর্যটন শহর পোখরায় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষহওয়ায় কমপক্ষে একজন বিক্ষোভকারী নিহত হয়েছেন ।

উল্লেখ্য , নেপালের সরকার যথাক্রমে ৫ আর ৮ এপ্রিল কাঠমন্ডুর উপত্যকা এলাকায় সান্ধ্য আইন ও কারফিউ জারি করে ।

আন্তর্জাতিক সমাজের আহ্বান: আলোচনা ও কূটনৈতিক উপায়ে ইরানের সমস্যা সমাধান করা

জাতিসংঘের মহাসচিব কফি আনান ও আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার মহাপরিচালক মোহামেদ এল বারাদেই ৬ এপ্রিল স্পেনে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রতি আলোচনা ও কূটনৈতিক উপায়ে ইরানের পরমাণু সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন।

মাদ্রিদে জাতিসংঘের সংস্থার নেতাদের কর্ম সম্মেলনে অংশ নিতে যাওয়া কফি আনান বলেছেন, ইরানের শান্তিপূর্ণভাবে পরমাণু শক্তি ব্যবহারের অধিকার আছে, এবং ইরানের উচিত সংশ্লিষ্ট চুক্তি মেনে চলা আর আন্তর্জাতিক সমাজের আস্থা অর্জনের প্রয়াস করা। তিনি বলেছেন, বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বিভিন্ন পক্ষ আর্ন্তজাতিক আনবিক শক্তি সংস্থার তত্ত্বাবধানে শান্তিপূর্ণ লক্ষ্যে ইরানের পরমাণু শক্তি ব্যবহারের বিষয় নিয়ে আলোচনা করা। বারাদেই বলেছেন, যদি ইরান আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার পরিদর্শকদের সঙ্গে পুরোপুরি সহযোগিতা করে, তাহলে কূটনৈতিক উপায়ে তার পরমাণু সমস্যা সমাধানের সময় এখনও আছে।

কিন্তু যুক্তরাষ্ট্রের মনোভাব এখনও খুবই কঠোর। জাতিসংঘে স্থায়ী মার্কিন প্রতিনিধি জোন বোল্টন বলেছেন, ইরানের পরমাণু সমস্যায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইরানের বিরুদ্ধে ব্যবস্থা না নিলেও, যুক্তরাষ্ট্র বিভিন্ন ক্ষেত্রে ইরানের ওপর শাস্তি আরোপ করার জন্যে আন্তর্জাতিক সমাজকে বুঝিয়ে দেয়ার চেষ্টা করবে।

হামাস "দু'রাষ্ট্র প্রস্তাব" আলোচনা করতে ইচ্ছুক

ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ জাহার সম্প্রতি বলেছেন, হামাস আন্তর্জাতিক সমাজের উত্থাপিত ফিলিস্তিন-ইস্রাইল সংঘর্ষ সমাধান সংক্রান্ত "দু'রাষ্ট্র প্রস্তাব" নিয়ে আলোচনা করতে রাজি আছে।

 বৃটেনের "টাইমস" পত্রিকা ৭ এপ্রিল প্রকাশিত একটি বিশেষ সাক্ষাত্কারভিত্তিক প্রবন্ধে জাহার বলেছেন, তিনি আশা করেন, মধ্য প্রাচ্য সমস্যার সংশ্লিষ্ট চার পক্ষ "দু'রাষ্ট্র প্রস্তাবের" এক সুনির্দিষ্ট মর্ম স্থির করবে। ফিলিস্তিন সরকার তা নিয়ে গবেষণা করবে এবং জনসাধারণের মতামত গ্রহণ করবে।

 বিশ্লেষকরা মনে করেন, হামাসের উত্থাপতি "দু'রাষ্ট্র প্রস্তাবের" গুরুত্বপূর্ণ তাত্পর্য আছে। কারণ এর অর্থ হচ্ছে হামাস ইস্রাইল রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার সম্ভাবনা আছে।

রাশিয়া , যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের নভচারীদের পৃথিবীতে প্রত্যাবর্তন

রাশিয়া , যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের তিন জন নভচারীবাহী রাশিয়ার "সোয়ুজ টি এম এ--৭" মানববাহী নভযান পেইচিং সময় ৯ এপ্রিল প্রায় সকাল ৭টা ৪৭ মিনিটে কাজাখস্তানে অবতরণ করেছে ।

জানা গেছে , নভযান পেইচিং সময় ভোর ৪টা ২৮ মিনিটে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ত্যাগ করে পৃথিবী অভিমুখে যাত্রা শুরু করে । পরিকল্পনা অনুযায়ী নভযান কাজাখস্তানের আর্কালিক শহরের ৫০ কিলোমিটার উত্তর-পূর্বে অবতরণ করেছে ।