চীনের প্রথম সরকারী শিক্ষা প্রতিষ্ঠান সাংহাইএ প্রতিষ্ঠিত
১৯০৬ সালের ১০ এপ্রিল চীনের প্রথম সরকার পরিচালিত বিদ্যালয় সাংহাইএ প্রতিষ্ঠিত হয়। বিদেশ থেকে ফিরে আসা ব্যাপক চীনা ছাত্র-ছাত্রীদের যৌথ উদ্যাগে এই বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
লু শুইন শিল্পকলা ইনস্টিটিউট ইয়েনআনে প্রতিষ্ঠিত
১৯৩৮ সালের ১০ এপ্রিল চীনের নাম-করা লেখক লু শুইন শিল্পকলা ইনস্টিটিউট ইয়েনআনে প্রতিষ্ঠিত হয়। এই ইনস্টিটিউটে অপেরা, সাহিত্য, সংগীত প্রভৃতি ৬টি পাঠ্যবিষয় অন্তভুর্ক্ত।
যুক্তরাষ্ট্র গ্রিনল্যানড দ্বীপ দখল করে
১৯৪১ সালের ১৯ এপ্রিল যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড দ্বীপ দখল করে।
চীন-মার্কিন টেবিলটেনিস কূটনীতি
১৯৭১ সালের ১০ থেকে ১৭ এপ্রিল পযর্ন্ত যুক্তরাষ্ট্রের টেবিল-টেনিস দল চীন সফর করে। চীনের টেবিল টেনিস দলের আমন্ত্রণে জাপানে আয়োজিত ৩১তম বিশ্ব টেবিল-টেনিস চ্যাম্পীয়নশীপে অংশ নেওয়ার পর যুক্তরাষ্ট্রের টেবিল-টেনিস দল চীন সফরে আসে। বিশ্ব সমাজে এই সফর ' টেবিল-টেনিস' কূটনীতি বলে পরিচিত হয়। ৩১তম বিশ্ব টেবিল-টেনিস চ্যাম্পীয়নশীপ শেষ হওয়ার আগে প্রয়াত চেয়ারম্যান মাও সেতুং যুক্তরাষ্ট্রের টেবিল-টেনিস দলকে চীন সফর করতে আমন্ত্রণ জানান। ১৪ এপ্রিল চীনের তত্কালীণ প্রধান মন্ত্রীচৌ এন লাই মহা গণ ভবনে যুক্তরাষ্ট্রের টেবিল-টেনিস দলের সঙ্গে সাক্ষাত করেন। সফরকালে চীন আর যুক্তরাষ্ট্রের টেবিল-টেনিস দলের মধ্যে মৈত্রী প্রতিযোগিতা আয়োজিত হয়। একই দিন মার্কিন প্রেসিডেন্ট নিক্সসেন একটি বিবৃতিতে চীন-মার্কিন সম্পর্ক উন্নয়নে ধারাবাহিক পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করেন। দু'দেশের টেবিল-টেনিস দলের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আদান-প্রদান চীন-মার্কিন সম্পর্কের স্বাভাবিকীকরণের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যায়।
জীবাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি স্বাক্ষরিত
১৯৭২ সালের ১০ এপ্রিল জাতিসংঘের ২৬তম অধিবেশনে জীবাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি স্বাক্ষরিত হয়। ১৯৮৬ সালের শেষ নাগাদ ১১১টি দেশ এই চুক্তিতে যোগ দেয় । ১৯৮৪ সালের নভেম্বর মাসে চীন যথাক্রমে যুক্তরাষ্ট্র , ব্রিটেন আর সোভিয়েত ইউনিয়নের কাছে এই চুক্তিতে যোগ দেওয়ার জন্যে অনুরোধ জানায়।
আইআরএ লন্ডন ব্যাংকিং কেন্দ্রে বোমা বিস্ফোরণ ঘটায়।
বিস্ফোরণে তিন জন নিহত আর বেশ কয়েক জন আহত হয়েছে। এই কেন্দ্রের বেশ কয়েকটি ভবনের জানালার কাঁচগুলো বিধ্বস্ত হয়।
উত্তর আয়ারল্যান্ডসংঘর্ঘে জড়িত বিভিন্ন পক্ষের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত
১৯৯৮ সালের ১০ এপ্রিল দু' বছরব্যাপী আয়ারল্যান্ডশান্তি আলোচনায় লক্ষ্যনীয় অগ্রগতি অজির্ত হয়। ১৯৬৮ সালের পর উত্তর আয়ারল্যান্ডের বিভিন্ন পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে । এতে তিন হাজার লোক নিহত আর ৩০ হাজারেরও বেশী আহত হয়। বিভিন্ন পক্ষের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর জাতিসংঘ , ইইউ , ফ্রান্স , যুক্তরাষ্ট্র আর জার্মানী ইত্যাদি দেশগুলোর নেতারা পর পর স্বাগত জানান।
হামাসায়দে জাতিসংঘ মহা সচিব নিবার্চিত
১৯৫৩ সালের ১০ এপ্রিল সুইডেনের অর্থনীতিবিদ আর রাজনীতিবিদ হামাসায়দে জাতিসংঘের দ্বিতীয় মেয়াদের মহা সচিব নিবার্চিত হন।
|