জার্মান জুতা শিল্প সমিতির চেয়ারম্যান সম্প্রতি তাঁর ভাষণে বলেছেন , চীন ও ভিয়েতনামের তৈরী জুতার ওপর ইইউ যে অস্থায়ী ডাম্পীং বিরোধী শুল্কহার আদায় করেছে , তা ঠিক নয় । তিনি এই সিদ্ধান্তের ওপর তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন । জার্মান "হ্যান্ডেলসব্লাট " পত্রিকাও তাঁর প্রবন্ধে ইইউ'র এই আচরণের সমালোচনা করেছে ।
জার্মান জুতা শিল্প সমিতির চেয়ারম্যান মনে করেন , চীন ও ভিয়েতনামের তৈরী জুতার ওপর শাস্তিমূলক শুল্কহার আদায় করার ফলে ইইউ'র ক্রেতারা ক্ষতিগ্রস্ত হবেন । তা ছাড়া , জুতা আমদানি কারকদের ওপরও নেতিবাচক প্রভাব পড়বে ।
"হ্যান্ডেলসব্লা " পত্রিকার প্রবন্ধে আরো বলা হয়েছে , ইইউ এমন শাস্তিমূলক শুল্কহার আদায় করার ফলে ইইউ'র ১০ হাজার মানুষের চাকরি যাবে । ইইউ'র উচিত সংখ্যালঘু জুতা শিল্প প্রতিষ্ঠানকে রক্ষা করার জন্য গোটা ইউরোপের জুতা শিল্পের ক্ষতি সাধনের আচরণ বন্ধ করা । ইইউ'র এই সিদ্ধান্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট পক্ষকে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে , যাতে এই অস্থায়ী ব্যবস্থাকে কয়েক বছর স্থায়ী আনুষ্ঠানিক ডাম্পিং বিরোধী ব্যবস্থায় পরিনত হতে দেয়া না যায় ।
|