চীনের অর্থমন্ত্রী চিন রেনছিং ৮ এপ্রিল ভিয়েনায় পৃথকপৃথকভাবে ইউরো গ্রুপের চেয়ারম্যান, লোকসেম্বার্গের প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী জীনজুনকার , ই ইউর অর্থনীতি ও মুদ্রা বিষয়ক কমিশনার জোকিন আলমুনিয়া এবং ইউরোপের কেন্দ্রীয় ব্যাংকের গভর্ণর জীন ক্লাউদে ট্রিচেট প্রমুখ ইউরোপের গুরুত্বপূর্ণ আর্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত করেছেন ।
চিন রেনছিং ভিয়েনায় এশিয়া-ইউরোপ সপ্তম অর্থমন্ত্রী সম্মেলনে অংশ নিচ্ছেন । তিনি তাদের সঙ্গে সাক্ষাত্কালে সংক্ষেপে চীনের "একাদশ পাঁচসালা কর্মসূচী" বর্ণনা করেছেন । তিনি জোর দিয়ে বলেছেন , চীন অবিচলিতভাবে শান্তিপূর্ণ , উন্মুক্ত ও সহযোগিতার উন্নয়নের পথ অনুসরণ করবে এবং বিশ্বের শান্তি ও উন্নয়নে অবদান রাখবে ।
উপরোল্লেখিত কর্মকর্তারা চীনের একাদশ পাঁচ সালা কর্মসূচী ও বৈজ্ঞানিক উন্নয়নবোধের উচ্চ মূল্যায়ন করে বলেছেন যে , চীনের অর্থনৈতিক উন্নয়ন বিশ্বের কাছে আরও বিরাট সুযোগ সৃষ্টি করেছে । তাঁরা বলেছেন , ইউরোপ চীনের সঙ্গে সংলাপ আরও জোরদার করে বিশ্বের অর্থনীতির টেকসই উন্নয়ন ত্বরান্বিত করতে ইচ্ছুক ।
|