নেপালের সরকার ৯ এপ্রিল ঘোষণা করেছে , সামাজিক নিরাপত্তা রক্ষার্থে রাজধানী কাঠমন্ডুর উপত্যকা এলাকায় অব্যাহতভাবে সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত সান্ধ্য আইন বলবত থাকবে ।
৯ এপ্রিল নেপালের সাতটি বিরোধী দলীয় জোট আহুত ৪দিনব্যাপী সাধারণ হরতালের শেষ দিন । ৮ তারিখে কিছু এলাকায় মিছিল ও জনসমাবেশ অনুষ্ঠিত হয় , পশ্চিমাঞ্চলের পর্যটন শহর পোখরায় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষহওয়ায় কমপক্ষে একজন বিক্ষোভকারী নিহত হয়েছেন ।
উল্লেখ্য , নেপালের সরকার যথাক্রমে ৫ আর ৮ এপ্রিল কাঠমন্ডুর উপত্যকা এলাকায় সান্ধ্য আইন ও কারফিউ জারি করে ।
|