চীন-আসিয়ান আন্তর্জাতিকপ্রদর্শনী শিল্প সহযোগিতার প্রথমশীর্ষ সম্মেলন ১২ এপ্রিল দক্ষিণ চীনের কুয়াংসি চুয়াংজাতি স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী নাননিং শহরে অনুষ্ঠিত হবে ।
শীর্ষ সম্মেলনটিতে চীন-আসিয়ান প্রদর্শনী প্রকল্পের সহযোগিতা সম্পর্কে গোল টেবিল সম্মেলন অনুষ্ঠিত হবে এবং শীর্ষসম্মেলন শেষে স্থায়ী সংস্থা হিসেবে চীন-আসিয়ান আন্তর্জাতিকপ্রদর্শনী শিল্প সহযোগিতা পরিষদ গঠন করার প্রস্তাব পেশ করা হবে । দেশবিদেশের প্রায়৩০০জন সংশ্লিষ্ট বিখ্যাত ব্যক্তি শীর্ষ সম্মেলনটিতে উপস্থিত থাকবেন ।
১৯৯১ সালে চীন ও আসিয়ানের মধ্যে সংলাপে অংশিদারীত্বের সম্পর্ক প্রতিষ্ঠিত হওয়ার পর দ্বিপাক্ষিক বাণিজ্যমূল্য দ্রুত গতিতে বেড়ে চলেছে । চীনের শুল্ক বিভাগের পরিসংখ্যান অনুযায়ী ২০০৪ সাল নাগাদ চীন ও আসিয়ানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যমূল্য ১০৫.৮ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে ।
|