গত বছরের শেষ নাগাদ চীনের চিকিত্সা কর্মীদের সংখ্যা ৬৩ লাখ ৫০ হাজারে দাঁড়িয়েছে । হাজারে চিকিত্সক ও নার্সদের সংখ্যা অধিকাংশ শিল্পোন্নত দেশের চেয়ে কম হলেও বিশ্ব গড় মানকে ছাড়িয়ে গেছে ।
চীনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক পরিসংখ্যান থেকে দেখা গেছে , চীনের যাবতীয় চিকিত্সা কর্মীদের মধ্যে ১৯ লাখ ৪০ হাজার পেশাদার চিকিত্সক ও পেশাদার সহকারী চিকিত্সক এবং ১৩ লাখ ৫০ হাজার নার্স রয়েছে । উচ্চ স্তরের চিকিত্সা কর্মীদের সংখ্যা ধাপে ধাপে বেড়ে চলেছে ।
গত কয়েক বছরে চীনের চিকিত্সা ক্ষেত্রে জনশক্তির বিরাট বিকাশ হলেও চিকিত্সা কর্মীদের সামগ্রিক প্রকৃতি এখনো তত উন্নত নয় । তাছাড়া চীনের শহরগুলোতে চিকিত্সা কর্মীদের সংখ্যা বেশি এবং গ্রামাঞ্চলে তাদের সংখ্যা খুবই কম ।
|