আফ্রিকান ইউনিয়নের চেয়ারম্যান ও ব্র্যাজাভিল কংগোর প্রেসিডেন্ট দেনিস সাসু -নগুয়েসো শনিবার কোটেডিভার অর্থনৈতিক রাজধানী আবিদজানে ঘোষণা করেছেন , কোটেডিভার বিভিন্ন পক্ষ নিরস্ত্রীকরণ ও নাগরিকদের পরিচয় চিহ্নিত করার কাজ একযোগে চালানোর ব্যাপারে সম্মত হয়েছে যাতে কোটেডিভার শান্তি প্রক্রিয়া তরান্বিত করা যায় ।
শনিবার কোটেডিভার বিভিন্ন পক্ষের নেতাদের সংগে বৈঠকে মিলিত হওয়ার পর সাসু-নগুয়েসো সাংবাদিকদের বলেছেন , কোটেডিভার বিভিন্ন পক্ষ মনে করে যে, এই দুটো কাজ সমানতরালভাবে চালালেই কেবল নির্দিষ্ট সময়সীমার মধ্যে ন্যায়সংগত , স্বচ্ছ ও প্রকাশ্য প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের নিশ্চয়তা বিধান করা যাবে ।
সে দেশের বিভিন্ন পক্ষ সম্প্রতি তাদের রাজনৈতিক ও সামরিক সংলাপ যে আবার শুরু করেছে, সাসু-নগুয়েসো তাকে স্বাগত জানান । তিনি মনে করেন , এটা হচ্ছে কোটেডিভার শান্তি প্রক্রিয়ায় একটি বিরাট অগ্রগতি ।
|