জানা গেছে , চীনের তেল কোম্পানির বৃহত্তম পরিবেশ রক্ষা প্রকল্প --- লানচৌ পেট্রো রসায়ন শাখা কোম্পানির পরিবেশের বহুমুখী নিয়ন্ত্রণ প্রকল্প এমাসের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে ।
জানা গেছে , পরবর্তী তিন বছরে প্রকল্পটিতে বিনিয়োজিতব্য দেড়শ' কোটি রেনমিনপি লানচৌ পেট্রোরসায়ন শাখা কোম্পানির পরিবেশের বহুমুখী নিয়ন্ত্রণে , গুরুতর পরিবেশ দূষণের মোকাবেলা ব্যবস্থা প্রতিষ্ঠায় এবং দূষণের উত্স নিয়ন্ত্রণে ব্যবহার করা হবে ।
লানচৌ পেট্রোরসায়ণ শাখা কোম্পানি পশ্চিম চীনের বৃহত্তম পেট্রো রসায়ণ শিল্পপ্রতিষ্ঠান , প্রত্যেক বছরে এথেকে তিন কোটি টন বর্জ্য পানি নিঃসৃত হয় । প্রকল্পটি সম্পন্ন হওয়ার পর বৃহত্তম মাত্রায় শিল্পপ্রতিষ্ঠানের পরিবেশ ও নিরাপত্তা সমস্যার সমাধান হবে এবং হুয়াংহো নদীর অববাহিকার শিল্প, কৃষি ও পানীয় জলের নিরাপত্তার নিশ্চয়তাবিধান করা হবে ।
|