শুক্রবার চীনের রাজধানী পেইচিংয়ের হাজার বছর পুরনো ফা ইউয়ান মন্দিরে বিরাট গোছের মেরামতের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে । ১ হাজার ৩৬০ বছর পুরনো ফা ইউয়ান মন্দির হচ্ছে চীনের সংরক্ষিত গুরুত্বপূর্ণ পুরাকীর্তিগুলোর অন্যতম । বৌদ্ধশাস্ত্র, বিশেষ করে বৌদ্ধশাস্ত্রেবিব বিধি- নিষেধ শিখার জন্যে ফা ইউয়ান মন্দির দেশে বিদেশে সুনাম অর্জন করেছে । ১৯৫৬ সালে চীন সরকারের অনুমোদনক্রমে চীনা বৌদ্ধ ইন্স্টিটিউট এই মন্দিরে চালু হয় ।
বর্তমানে ফা ইউয়ান মন্দিরে প্রাচীন ইমারতগুলো সংরক্ষণের অবস্থা বেশ ভালো । কেবল কিছু কিছু কাঠের খুঁটি ক্ষয়ে গেছে । সেগুলোর বদলে নতুন খুঁটিগুলো বসানো ছাড়াও এবার সিমেন্টের মেঝের বদলে ঐতিহাসিক রীতিনীতির সংগে আরো সংগতিপূর্ণ ইট বসানো হবে । মেরামতের কাজের জন্যে ব্যয় হবে এক কোটি ইউয়ান ।
পেইচিং পুরাকীর্তি অধিদফতরের একজন কর্মকর্তা বলেছেন , এত বিরাটাকারের মেরামত ফা ইউয়ান মন্দিরের ইতিহাসে কদাচিত দে
|