চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও ৭ থেকে ৮ এপ্রিল পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কাম্পুচিয়া সফর করেছেন । দু সরকার এক যুক্ত বিজ্ঞপ্তিতে চীন ও কাম্পুচিয়ার সার্বিক সহযোগিতা ও অংশীদারিত্বেরসম্পর্ক স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে , নতুন ঐতিহাসিক সময়পর্বে দুপক্ষ পরস্পরের প্রাধান্য দিয়ে পরস্পরের দুর্বলতাপরিপূরণ জোরদার করে পারস্পরিক উপকারিতা ও উভয়ের বিজয় বাস্তবায়ন করবে , শীর্ষ নেতাদের সফর বিনিময় জোরদার করে দু' সরকারের বিভিন্ন বিভাগ , কাম্পুচিয়ার কংগ্রেস, সিনেট, রাজনৈতিক পার্টি, সেনাবাহিনী , স্থানীয় ও বেসরকারী সংস্থার সঙ্গে চীনের জাতীয় গণ কংগ্রেস , চীনা জনগণের রাজনৈতিক পরামর্শ সম্মেলনের বন্ধুত্বপূর্ণ আদানপ্রদান ও সহযোগিতা সম্প্রসারণ করবে , কৃষি , যোগাযোগ, সংস্কৃতি , শিক্ষা প্রভৃতি ক্ষেত্রে এবং স্থানীয় ও বেসরকার আদানপ্রদান ও সহযোগিতা জোরদার করবে , প্রথানুগনিরাপত্তা ক্ষেত্রের সহযোগিতা এবং দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সমন্বয় জোরদার করে অভিন্ন স্বার্থ রক্ষা করবে ।
বিজ্ঞপ্তিতে চীন পক্ষ আবার ঘোষণা করেছে যে , চীন কাম্পুচিয়ার স্বাধীনতা , সার্বভৌমত্ব ও ভূভাগীয় অখন্ডতার প্রতি সম্মান প্রদর্শন করবে । কাম্পুচিয় জনগণের অবাধ নির্বাচন নিজ দেশের উন্নয়ন পদ্ধতির সঙ্গে সঙ্গতিপূর্ণ । চীন অব্যাহতভাবে কাম্পুচিয়ার অর্থনৈতিক বিনির্মাণে সাধ্যমতো সাহায্য দেবে । কাম্পুচিয়া চীনের সংস্কার ও উন্মুক্ত নীতিতে আধুনিকায়নে অর্জিত সাফল্যের উচ্চমূল্যায়ন করে । সুষম এশিয়া প্রতিষ্ঠা সম্পর্কে চীনের প্রস্তাব ও প্রচেষ্টা সমর্থন করবে । কাম্পুচিয়া আবার ঘোষণা করে যে , কাম্পুচিয়া অব্যাহতভাবে এক চীন নীতিতে অটল থেকে যে কোনো রকমের স্বাধীন তাইওয়ান পন্থীদের বিরোধিতা করবে , রাষ্ট্রের সার্বভৌমত্ব ও ভূভাগীয় অখন্ডতা রক্ষার্থে চীন সরকারের যাবতীয় প্রয়াস সমর্থন করবে । চীন শীগ্গিরই রাষ্ট্রের একায়ন বাস্তবায়ন করবে বলে কাম্পুচিয়া আশা করে ।
|