৮ এপ্রিল চীনের বাণিজ্য মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তিতে ৮ এপ্রিল থেকে জাপান ও কোরিয়া থেকে আমদানিকৃত কোল্ড রোল্ডস্টেইনলেস ইসপাতের শিট ও ফালির ওপর অব্যাহতভাবে ডাম্পিং কর আদায়ের সিদ্ধান্ত নিয়েছে । এর সময়সীমা হবে ৫ বছর । ২০০০ সালের ১৩ এপ্রিল থেকে চীন জাপান ও কোরিয়ায় উত্পন্ন ইস্পাতের শিট ও ফালির ওপর ৫ বছরব্যাপী ডাম্পিং কর আদায় করতে শুরু করে । চীনের বাণিজ্য মন্ত্রণালয় গত বছর থেকে এই ব্যবস্থার ওপর একবছরব্যাপী পর্যালোচনা করতে শুরু করে এবং তদন্তের পর অব্যাহতভাবে ১৭ থেকে ৫৮ শতাংশ হারে ডাম্পিং কর আদায়ের সিদ্ধান্ত নেয় । কোল্ড রোল্ড স্টেইনলেস ইস্পাতের শিট ও ফালি প্রধানত মহাশূণ্য , যন্ত্রপাতি, ইলেক্ট্রোন, মোটর , নির্মাণ প্রভৃতি ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয় ।
|