নয়াদিল্লীতে সফররত দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন উপ পররাষ্ট্র মন্ত্রী রিচার্ড বৌচার ৭ এপ্রিল ভারতের কাছে আরো স্পষ্টভাবে তার "নির্ভরযোগ্য ন্যূনতম পরমাণু হুমকি" নীতি বর্ণনা করার দাবি জানিয়েছেন । তিনি বলেছেন তা দক্ষিণ এশিয়ার উত্তেজনাপূর্ণ পরিস্থিতি প্রশমনের জন্য খুবই প্রয়োজনীয় ।
বৌচার বলেছেন , ভারত ও পাকিস্তানের উচিত সাধারণ ও পরমাণু অস্ত্রের ক্ষেত্রে পারস্পরিক আস্থা স্থাপন করা । তিনি বলেছেন , আগেকার মার্কিন সরকারের মত বুশ সরকারও বরারবরই ভারতকে তার "নির্ভরযোগ্য ন্যুনতম পরমাণু হুমকি" নীতি ব্যাখ্যা করতে তাগিদ দিচ্ছে ।
|