** চীনের জাতীয় অর্থনীতির দশ সালা কর্মসূচী ও অষ্টম পাঁচসালা পরিকল্পনা অনুমোদিত
১৯৯১ সালের ৯ এপ্রিল চীনের সপ্তম জাতীয় গণকংগ্রেসের চতুর্থ পূর্ণাঙ্গ অধিবেশনে জাতীয় অর্থনীতি ও সমাজের উন্নয়নের দশসালা কর্মসূচী ও অষ্টম পাঁচসালা পরিকল্পনার প্রস্তাব গৃহীত হয়।
প্রস্তাবের প্রধান লক্ষ্য হলো: অর্থনৈতিক ফলপ্রসূতা ও অর্থনৈতিক কাঠামো উন্নততর করার ভিত্তিতে বিংশ শতাব্দীর শেষে চীনের জি ডি পির মোট মূল্য ১৯৮০ সালের চেয়ে চারগুণ বাড়ানো । জনগণের জীবনযাত্রার মানকে খাওয়া পরার সমস্যা সমাধান থেকে অপেক্ষাকৃত সচ্ছল অবস্থায় উন্নীত করা হবে, এক বিংশ শতাব্দীর শুরুর দিকে চীনের অর্থনীতি ও সমাজের অব্যাহত উন্নয়নের বাস্তব ভিত্তি স্থাপন করা হবে। ১৯৯৫ সালে চীনের জি ডি পির মোট পরিমাণ হবে = ২.৩ ট্রিলিয়ন ইউয়ান , এটা ১৯৯০ সালের চেয়ে ৩৩.৬ শতাংশ বৃদ্ধি পাবে এবং প্রতিবছরে গড়পড়তা ৬ শতাংশ বৃদ্ধি পাবে ।
** চীনের সপ্তম জাতীয় গণকংগ্রেসের চতুর্থ পূর্ণাঙ্গ অধিবেশন আয়োজিত
১৯৯১ সালের ৯ এপ্রিল চীনের সপ্তম জাতীয় গণকংগ্রেসের চতুর্থ পূর্ণাঙ্গ অধিবেশন পেইচিংয়ে আয়োজিত হয়। জাতীয় অর্থনীতি ও সমাজের উন্নয়নের দশসালা কর্মসূচী ও অষ্টম পাঁচসালা পরিকল্পনার প্রস্তাব এই অধিবেশনে গৃহীত হয়। ১৯৮০ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত চীন পর পর " ষষ্ঠ পাঁচসালা " পরিকল্পনা ও " সপ্তম পাঁচসালা " পরিকল্পনা সম্পন্ন করেছে ।চীনের জাতীয় উত্পাদন মূল্যের মোট পরিমাণ ৪৪৭ বিলিয়ন ইউয়ান থেকে বেড়ে ১.৭ ট্রিলিয়ন ইউয়ান হয়েছে তা প্রতিবছরে প্রায় ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে । চীনের অধীকাংশ এলাকায় খাওয়া পরার সমস্যা সমাধান হয়েছে এবং অপেক্ষাকৃত সচ্ছল অস্থার দিকে অগ্রযাত্রা শুরু হয়েছে । কিছু এলাকায় ইতিমধ্যেই অপেক্ষাকৃত সচ্ছল অস্থা হয়েছে। এই অধিবেশন " চীন প্রজাতন্ত্রের দেওয়ানী মামলা আইন" গৃহীত হয়।
** আন্তর্জাতিক বণিক সমিতির ৩২তম বিশ্ব সম্মেলন শাংহাইয়ে অনুষ্ঠিত
১৯৯৭ সালের ৯ এপ্রিল আন্তর্জাতিক বণিক সমিতির ৩২তম বিশ্ব সম্মেলন চীনের শাংহাই শহরের প্রদর্শনি কেন্দ্রে উদ্বোধন হয়।
বিশ্বের একটি গুরুত্বপূর্ণ বেসরকারী বাণিজ্য সংগঠন হিসেবে এই সমিতি ১৯১৯ সালে প্রতিষ্ঠিত হয়। তার লক্ষ্য হলো: অর্থনীতি ও আইনবিধি ক্ষেত্রে কার্যকর তত্পরতার মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য ও পুঁজি বিনিয়োগের উন্নয়ন ত্বরান্বিত করা। বর্তমানে আন্তর্জাতিক বণিক সমিতির সদস্যরা বিশ্বের ১৪০টি দেশ ও অঞ্চলে আছেন এবং ৬০টি দেশে এই সমিতির জাতীয় কমিটি প্রতিষ্ঠিত হয়েছে । ১৯৯৪ সালের নভেম্বর চীন আন্তর্জাতিক বণিক সমিতিতে যোগদান করে এবং ১৯৯৫ সালের ১ জানুয়ারী আন্তর্জাতিক বণিক সমিতির চীনের জাতীয় কমিটি আনুষ্ঠানিক প্রতিষ্ঠিত হয়।
জানা গেছে, বিশ্বের ৭৪টি দেশ ও অঞ্চলের ১০০০জনের বেশি ব্যাংকার , শিল্পপতি,অর্থনীতিবিদ এবং বণিক সমিতির প্রতিনিধি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা এই সম্মেলনে উপস্থিত ছিলেন।
** জর্জিয়ার স্বাধীনতা
জর্জিয়া প্রজাতন্ত্র এশিয়ার পশ্চিম অংশ অবস্থিত।তার পশ্চিমে কৃষ্ণ সাগর।আয়তন ৬৯.৭ হাজার বর্গকিলোমিটার।লোকসংখ্যা প্রায় ৪৩ লক্ষ ৫০ হাজার ( ২০০২ সাল) ।এর মধ্যে ৭০ শতাংশ জর্জিয়া জাতি, অন্যরা আর্মেরিয়া,রাশিয়া ইত্যাদি জাতি।প্রধান ভাষা হলো জর্জিয়া ভাষা। রাজধানী হলো টবিলিসি। ১৯৯১ সালের ৯ এপ্রিল জর্জিয়ার স্বাধীনতা ঘোষিত হয়।১৯৯২ সালের ৯ জুন জর্জিয়ার সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়।
|