ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ জাহার সম্প্রতি বলেছেন, হামাস আন্তর্জাতিক সমাজের উত্থাপিত ফিলিস্তিন-ইস্রাইল সংঘর্ষ সমাধান সংক্রান্ত "দু'রাষ্ট্র প্রস্তাব" নিয়ে আলোচনা করতে রাজি আছে।
বৃটেনের "টাইমস" পত্রিকা ৭ এপ্রিল প্রকাশিত একটি বিশেষ সাক্ষাত্কারভিত্তিক প্রবন্ধে জাহার বলেছেন, তিনি আশা করেন, মধ্য প্রাচ্য সমস্যার সংশ্লিষ্ট চার পক্ষ "দু'রাষ্ট্র প্রস্তাবের" এক সুনির্দিষ্ট মর্ম স্থির করবে। ফিলিস্তিন সরকার তা নিয়ে গবেষণা করবে এবং জনসাধারণের মতামত গ্রহণ করবে।
বিশ্লেষকরা মনে করেন, হামাসের উত্থাপতি "দু'রাষ্ট্র প্রস্তাবের" গুরুত্বপূর্ণ তাত্পর্য আছে। কারণ এর অর্থ হচ্ছে হামাস ইস্রাইল রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার সম্ভাবনা আছে।
|