দক্ষিণ কোরিয়া , ভারত আর শ্রীলংকা ৭ এপ্রিল সিংগাপুরে এশিয়ার জলদস্যুদের লুটপাট দমন সংক্রান্ত একটি আঞ্চলিক সহযোগিতা প্রটোকল স্বাক্ষর করেছে ।
সিংগাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে , সিংগাপুরে দক্ষিণ কোরীয় রাষ্ট্রদূত , ভারত আর শ্রীলংকার হাই কমিশনার একই দিন যথাক্রমে যার যার দেশের পক্ষ থেকে সহযোগিতা প্রটোকলে স্বাক্ষর করেছেন । তা ছাড়া দক্ষিণ কোরিয়া এই প্রটোকল অনুমোদন করেছে ।
২০০৪ সালের নভেম্বর মাসে আসিয়ানের ১০টি দেশ আর চীন , জাপান , দক্ষিণ কোরিয়া প্রভৃতি ১৬টি দেশ টোকিওতে যৌথভাবে জলদস্যুদের লুটপাট দমন সংক্রান্ত আঞ্চলিক সহযোগিতা প্রটোকল স্বাক্ষর করেছে এবং সিংগাপুরে তথ্য বিনিময় কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে । এ পর্যন্ত ১১টি এশীয় দেশ এই প্রটোকলে সই করেছে ।
|