সম্প্রতি নানচিং দক্ষিণ-পূর্ব বিশ্ববিদ্যালয় ফ্রান্সের রেননেস প্রথম বিশ্ববিদ্যালয় ও ফ্রান্সের জাতীয় স্বাস্থ্য ও চিকিত্সা অ্যাকাডেমি ফ্রান্সের পশ্চিমাঞ্চলীয় শহর রেননেসে "চীন-ফ্রান্স জীব তথ্য গবেষনা কেন্দ্র প্রতিষ্ঠার চুক্তি স্বাক্ষর করেছে।
তিন পক্ষের যৌথ প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব বিশ্ববিদ্যালয় আর ফ্রান্সের উপরোক্ত গবেষণা সংস্থার মিলিতভাবে প্রতিষ্ঠিত "সিগনাল এন্ড ইমেজিং বিষয়ক পরীক্ষাগারের ইতিহাস বিশাধিক বছরের। এবার তিন পক্ষ মিলিতভাবে "চীন-ফ্রান্স জীব-তথ্য অ্যাকাডেমি" প্রতিষ্ঠা করার উদ্দেশ্য হচ্ছে নিজ নিজ প্রাধান্য ভালোভাবে প্রদর্শন করা, ধীশক্তির প্রশিক্ষণ, বৈজ্ঞানিক গবেষণা এবং বিষয় নির্মাণ প্রভৃতি ক্ষেত্রে তিন পক্ষের আদান-প্রদান ও সহযোগিতা ত্বরান্বিত করা।
এর আগে ফ্রান্সের জাতীয় স্বাস্থ্য ও চিকিত্সা অ্যাকাডেমির পরিচালক এই বিষয় নিয়ে ফ্রান্সে চীনের দূতাবাসের উর্ধ্বতন কর্মকর্তা এবং দক্ষিণ-পূর্ব বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাত্ করার সময় ভবিষ্যতে ফ্রান্স চীনের সঙ্গে কিছু উচ্চ মানের বৈজ্ঞানিক গবেষণা প্রকল্পের সহযোগিতা করার আশা প্রকাশ করেছেন।
|