চীনের পরিসংখ্যা ব্যুরোর ৭ এপ্রিল প্রকাশিত একটি রির্পোটে জানা গেছে, এবছরের প্রথম তিন মাসে চীনা পণ্যভোগীর আস্থা গত ডিসেম্বর মতো স্থিতিশীল।
তাদের মধ্যে প্রায় ৬৪ শতাংশ পণ্যভোগী আশা করছেন যে ভবিষ্যতে নিজের ও পরিবারের আয় বৃদ্ধি অথবা আগের মতো থাকবে। এবছরে চীনের অর্থনীতির অবস্থার উপর ৬০ শতাংশ পণ্যভোগীর আস্থা খুবই জোরালো ।
তাছাড়া, এবছরের প্রথম তিনমাসের আরেকটি বিষয় হচ্ছে পণ্যভোগীদের সন্তুষ্টির মান কমেছে , এর প্রধান কারণ হচ্ছে পণ্যভোগীরা পণ্যের পরিমাণ ও ক্রয় পরিবেশ পছন্দ করেন না।
|