এশিয়ান উন্নয়ন ব্যাংক পেইচিংয়ে প্রকাশিত একটি রিপোর্টে বলেছে, বর্তমানে এশিয়া মহাদেশ জুড়ে দ্বিপাক্ষিক বাণিজ্যিক চুক্তির প্রবণতা বিশ্বের বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থার গুরুতর হুমকি হতে পারে। উন্মুক্তভাবে বাণিজ্য চালানো এশিয়ার উন্নয়নশীল দেশের অনুকূল হবে।
চীনস্থ এশিয়ান উন্নয়ন ব্যাংকের কার্যালয় প্রকাশিত "২০০৬ সালে এশিয়া উন্নয়নের পর্যবেক্ষণ"রিপোর্টে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি এশিয়ায় বিস্তৃত হওয়ার প্রবণতা দেখা দিয়েছে। চলতি বছরের শেষ দিকে প্রায় ৩০০টি দ্বিপাক্ষিক চুক্তি বাস্তবায়নের কথা।
এশিয়ান উন্নয়ন ব্যাংকের দায়িত্বশীল ব্যক্তি বলেছেন, দেশী বাজার খুব সীমিত এমন সব উন্নয়নশীল দেশের পণ্যদ্রব্য আন্তর্জাতিক বাজারে প্রবেশ করা আগে থেকেই মুশকিল ছিল। যদি আবার দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করা হয় তাহলে তাদের অবস্থা আরো কঠিন হবে।
|