v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-04-07 14:25:07    
আন্তর্জাতিক সমাজের আহ্বান: আলোচনা ও কূটনৈতিক উপায়ে ইরানের সমস্যা সমাধান করা

cri
    জাতিসংঘের মহাসচিব কফি আনান ও আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার মহাপরিচালক মোহামেদ এল বারাদেই ৬ এপ্রিল স্পেনে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রতি আলোচনা ও কূটনৈতিক উপায়ে ইরানের পরমাণু সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন। রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সরকারী কর্মকর্তারা একই দিন ইরানের পরমাণু সমস্যায় ভিন্ন মনোভাব প্রকাশ করেছেন।

    মাদ্রিদে জাতিসংঘের সংস্থার নেতাদের কর্ম সম্মেলনে অংশ নিতে যাওয়া কফি আনান বলেছেন, ইরানের শান্তিপূর্ণভাবে পরমাণু শক্তি ব্যবহারের অধিকার আছে, এবং ইরানের উচিত সংশ্লিষ্ট চুক্তি মেনে চলা আর আন্তর্জাতিক সমাজের আস্থা অর্জনের প্রয়াস করা। তিনি বলেছেন, বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বিভিন্ন পক্ষ আর্ন্তজাতিক আনবিক শক্তি সংস্থার তত্ত্বাবধানে শান্তিপূর্ণ লক্ষ্যে ইরানের পরমাণু শক্তি ব্যবহারের বিষয় নিয়ে আলোচনা করা। বারাদেই বলেছেন, যদি ইরান আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার পরিদর্শকদের সঙ্গে পুরোপুরি সহযোগিতা করে, তাহলে কূটনৈতিক উপায়ে তার পরমাণু সমস্যা সমাধানের সময় এখনও আছে।

    একই দিন, জার্মানী সফররত রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরোভ বার্লিনে বলেছেন, ইরানের প্রতি চাপ ও হুমকি দেয়া ইরানের পরমাণু সমস্যা সমাধানের অনুকূল নয়। আন্তর্জাতিক সমাজের উচিত আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার পরিদর্শকদের ওপর পুরোপুরি আস্থা রাখা।

    কিন্তু যুক্তরাষ্ট্রের মনোভাব এখনও খুবই কঠোর। জাতিসংঘে স্থায়ী মার্কিন প্রতিনিধি জোন বোল্টন বলেছেন, ইরানের পরমাণু সমস্যায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইরানের বিরুদ্ধে ব্যবস্থা না নিলেও, যুক্তরাষ্ট্র বিভিন্ন ক্ষেত্রে ইরানের ওপর শাস্তি আরোপ করার জন্যে আন্তর্জাতিক সমাজকে বুঝিয়ে দেয়ার চেষ্টা করবে।