মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র আডাম এরেলি ৬ এপ্রিল ওয়াশিংটনে জাতীয় তথ্য কেন্দ্র বলেছেন, চীনের প্রেসিডেন্ট হু চিনথাও'র যুক্তরাষ্ট্র সফর দু'দেশের সম্পর্কের সুষ্ঠু উন্নয়নের অনুকূল।
তিনি বলেছেন যে, প্রেসিডেন্ট হু চিনথাও যুক্তরাষ্ট্র সফর করবেন, তা দু'দেশ মিলিতভাবে বিশ্ব অর্থনীতি উন্নয়ন ও স্থিতিশীলতা এগিয়ে নিয়ে যাওয়ার একটি মাইলফলকের মতো ঘটনা। মার্কিন প্রেসিডেন্ট বুশ প্রেসিডেন্ট হু চিনথাও'র সঙ্গে বৈঠক করবেন, এবং দু'দেশের সম্পর্কের সুষ্ঠু উন্নয়ন আবার জোরদার করার সুযোগ হবে। কারণ যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বহু অভিন্ন স্বার্থ আছে।
আডাম এরেলি বলেছেন, মার্কিন-চীন সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক মঞ্চে চীন একটি গুরুত্বপূর্ণ সদস্য, যুক্তরাষ্ট্র চীনকে তার উন্নয়ন লক্ষ্য বাস্তবায়ন সাহায্য করতে ইচ্ছুক, এবং চীনের সঙ্গে একত্রে দু'দেশ ও বিশ্বের সমৃদ্ধি আর স্থিতিশীলতা ত্বরান্বিত করার প্রয়াস করতে ইচ্ছুক।
|