চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ৬ এপ্রিল পেইচিংয়ে ইয়েমেনের প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহের সংগে বৈঠক করার সময় বলেছেন , চীন আরব দেশগুলো আর বিশ্ব সমাজের সংগে মিলে মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে শান্তি ও উন্নয়নের জন্য অব্যাহতভাবে অবদান রাখতে ইচ্ছুক ।
উপসাগরীয় পরিস্থিতি প্রসংগে হু চিন থাও বলেছেন , চীন বরাবরই এই অঞ্চলেরউত্তেজনাসংকুল পরিস্থিতিকে প্রশমন ও স্থিতিশীলতার দিকে চালিত করে আসছে আর এই অঞ্চলের পরিস্থিতি তীব্রতর করার যে কোনো কার্যকলাপের পরিপন্থী । চীন মনে করে যে , বিভিন্ন পক্ষের উচিত সংলাপ জোরদার করা সমতার ভিত্তিতে আলাপ-পরামর্শ করা এবং জাতি -সংঘের সংশ্লিষ্ট প্রস্তাব অনুসারে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে ন্যায়সংগত আর যুক্তিযুক্তভাবে পারস্পরিক বিরোধ নিরসনের পক্ষপাতী ।
|