শুক্রবারের সকালবেলার
শিশির পরশ তুমি
শনিকরের রাত্রিবেলার
ঘুমের পরশ তুমি ।
যতই শুনি ততোই আমার
মনের আবেগ বাড়ে
তাই তো কন্ঠের আওয়াজ তোমার
মন যে সবার কাড়ে ।
রবিবারেরর সকালবেলার
শুভবার্তা তুমি
সোমবারের রাত্রিবেলার
পড়ার সাথী তুমি ।
তোমার কথা মনে পড়লে
প্রাণ জুড়িয়ে যায়
তাই তো তোমার পরশ পেয়ে
মনে তৃপপ্তি পাই ।
----বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলার দাদনচক আদিনা কলেজের মোঃ মানিকুল ইসলাম
|