ইরানের ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনীর সর্বাধিনায়ক রহিম সাফাভি ৫ এপ্রিল বলেছেন , ইরানের সামরিক মহড়ার উদ্দেশ্যক্ষমতাধর দেশগুলোকে ইরানের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করার সতর্কতা দেয়া ।
৬ এপ্রিল ইরানের ইরনা বার্তা সংস্থার খবরে প্রকাশ , ইরানের ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনীর সর্বাধিনায়ক সাফাভি ৫ এপ্রিল ইরানের দক্ষিণাংশের আব্বাস বন্দরে বলেছেন , যুক্তরাষ্ট্র আর অন্যান্য ক্ষমতাধর দেশগুলোর উচিত ইরানের উপর হুমকী বন্ধ করা । তিনি সংগে সংগে বলেছেন , এবারকার সামরিক মহড়াও এই অঞ্চলের মুসলিম দেশগুলোর কাছে একটি শান্তিপূর্ণ , সৌহার্দ্যপূর্ণ ও স্থিতিশীল সম্পর্কের সংকেত পাঠিয়েছে । ইরানের স্বার্থ উপসাগরীয় দেশগুলোর সংগে ঘনিষ্ঠভাবে জড়িত । ইরান এই অঞ্চলের নিরাপত্তা নিজের নিরাপত্তাকে বলে মনে করে ।
৩১ মার্চ থেকে ইরানের দক্ষিণাংশের পারস্য উপসাগরের উপকূল আর নিকটবর্তী জলসীমায় ইরান ১ সপ্তাহব্যাপী সামরিক মহড়া চালায় ।
|