ইরানের ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনীর সর্বাধিনায়ক রাহিম সাফাভি ৫ এপ্রিল বলেছেন, ইরানের সামরিক মহড়ার লক্ষ্য হলো শক্তিধর দেশগুলোর কাছে ইরানের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করার বার্তা পৌঁছে দেওয়া।
৬ এপ্রিল ইরনা বার্তা সংস্থা সূত্রে জানা গেছে, সাফাভি ৫ এপ্রিল দক্ষিণ ইরানের আব্বাস পোতাশ্রয়ে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্য শক্তিধর দেশের উচিত ইরানকে হুমকি দেয়ার বন্ধ করা। এর সঙ্গে সঙ্গে তিনি বলেছেন, এবারকার সামরিক মহড়ার মাধ্যমে অন্য মুসলিম দেশের কাছে শান্তি, মৈত্রী এবং স্থিতিশীলতার ইঙ্গিঁত দেয়া হয়েছে। ইরানের স্বার্থ ও উপসাগরীয় অন্য দেশের স্বার্থ অভিন্ন। ইরান এই এলাকার নিরাপত্তাকে স্বদেশের নিরাপত্তা হিসাবে দেখে।
|