গত কয়েক মাস যাবত্ অনাবৃষ্টির দরুণ চীনের প্রায় ১.৪ কোটি হেক্টর আবাদী জমি খরা কবলিত হয়েছে ।
খবরে প্রকাশ , বর্তমানে চীনের বেশ কয়েকটি অঞ্চলে বসন্তকালীন চাষাবাদ , শিল্প আর নিত্য জীবনযাপনে ব্যবহার্য পানির অভাব দেখা দিচ্ছে । খরা-কবলিত এলাকাগুলোতে বসন্তকালীন চাষাবাদ বিশেষ করে ধানের চারা লাগানো আর গমের ক্রমবৃদ্ধি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ।
বহু বছর ধরে ঐতিহ্যিক জলসেচ পদ্ধতি ব্যবহৃত হবার দরুণ বর্তমানে চীনে কৃষিতে ব্যবহার্য পানির কার্যকর ব্যবহার হার শুধু ৪০ শতাংশে দাঁড়ায় । খরা আর পানির অভাবের কারণে কৃষি উন্নয়ন মন্থর রয়েছে । গত কয়েক বছরে চীনে খরার প্রভাবে খাদ্যশস্যের উত্পাদন পরিমান বছরে ৫০ বিলিয়ন কিলোগ্রাম কমে গেছে ।
|