৬ এপ্রিল এশীয় উন্নয়ন ব্যাংক প্রকাশিত একটি রিপোর্টে বলা হয়েছে , ২০০৬ সালে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি৯.৫ শতাংশ হবে বলে আশা করা যাচ্ছে ।
এর আগে চীন সরকার এবছর চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৮ শতাংশ অর্জনের লক্ষ্য উপস্থাপন করেছে । চীনে এশীয় উন্নয়ন ব্যাংকের কার্যালয়ের এই রিপোর্টে বলা হয়েছে , চীন সরকার যে অর্থনৈতিক প্রবৃদ্ধিহার কমিয়েছে আর প্রধান কাজকর্মকে যে সমাজ ও পরিবেশের ওপর চাপ কমানোর দিকে রেখে দিয়েছে , তার মূলে রয়েছে গত কয়েক বছরে চীনের অর্থনীতির অতি দ্রুত প্রবৃদ্ধি । রিপোর্টে বলা হয়েছে , গত কয়েক বছরে চীনের অর্থনীতি একটানা দশাধিক শতাংশে বেড়ে যাবার পর গত বছর চীনের অর্থনীতির প্রবৃদ্ধি আবারও ৯.৯ শতাংশে দাঁড়িয়েছে । বিপুল রফতানি আর পুঁজিবিনিয়োগ অর্থনীতির দ্রুত প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করেছে ।
|