চীনের রেল মন্ত্রণালয়ের পরিবহন ব্যুরোর উপ-পরিচালক সু শুন হু সম্প্রতি শাংহাইয়ে বলেছেন, চীন বিভিন্ন প্রদেশের রাজধানী আর বিভিন্ন বড় ও মাঝারি আকারের শহরের মধ্যে দ্রুতগতি যাত্রীবাহী রেলপথ নির্মাণ করবে।
সু শুন হু চীনের আন্তর্জাতিক কয়লা সম্মেলনে বলেছেন, চীন সরকারের অনুমোদিত "মধ্যবর্তী ও দীর্ঘ মেয়াদী রেল নেট পরিকল্পা" অনুযায়ী, ২০২০ সাল পর্যন্ত চীনের রেলপথের দৈর্ঘ্য ১ লক্ষ কিলোমিটার হবে। প্রধান ব্যস্ত রেল লাইনে যাত্রী ও পণ্যদ্রব্য পরিবহন আলাদা করা হবে। ১২ হাজার কিলোমিটার দৈর্ঘ্যের যাত্রীবাহী বিশেষ রেল লাইন নির্মিত হবে। দ্রুতগতি যাত্রীবাহী রেলপথে চলাচলকারী রেলগাড়ির গতি ঘন্টায় ২০০ কিলোমিটারের উপর হবে।
|