চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও ৬ এপ্রিল ওয়েলিংটনে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হেলেন ক্লার্কের সঙ্গে বৈঠক করেছেন। দু'পক্ষ দু'দেশের সহযোগিতা গভীর করার জন্য বাস্তব ও গঠনমূলক আলোচনা করেছে এবং একবিংশ শতাব্দীমুখী চীন-নিউজিল্যান্ডের পারস্পরিক উপকারিতামূলক ও উভয়ের লাভের সার্বিক সহযোগিতার সম্পর্ক প্রতিষ্ঠার ব্যাপারে গুরুত্বপূর্ণ মতৈক্যে পৌঁছেছে।
ওয়েন চিয়া পাও উল্লেখ করেছেন, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ দেশ হিসেবে চীন ও নিউজিল্যান্ড আঞ্চলিক নিরাপত্তা ও সমৃদ্ধি রক্ষা ও ত্বরান্বিত করার গুরুত্বপূর্ণ দায়িত্ব বহন করে। দু'দেশ বহু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়াদিতে একই বা প্রায় একই অধিষ্ঠান আছে। চীন ও নিউজিল্যান্ডের অভিন্ন অধিষ্ঠান এবং স্বার্থ দু'দেশের সার্বিক সহযোগিতা গভীর করার জন্যে সুষ্ঠু ভিত্তি স্থাপন করেছে। চীন ও নিউজিল্যান্ড ভিন্ন রাজনৈতিক ব্যবস্থা, ভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য এবং ঐতিহাসিক পটভূমি সত্ত্বেও সুষমভাবে সহাবস্থান করা ও পরস্পরের উপকারিতামূলক সহযোগিতা করার দৃষ্টান্ত হতে পারে।
ক্লার্ক বলেছেন, ব্যাপক ক্ষেত্রে চীনের সঙ্গে সহযোগিতা জোরদার করা নিউজিল্যান্ডের স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তি ও উন্নয়নের জন্যও তা হিতকর। নিউজিল্যান্ড প্রকৌশলগত পর্যায়ে নিউজিল্যান্ড ও চীনের সম্পর্ক বিবেচনা করে চীনের সর্বমুখী সহযোগিতামূলক অংশীদার হতে চায়।
|