পূর্ব-আফ্রিকা ইউনিয়নের তিনটি দেশ কেনিয়া, তানজানিয়া ও উগান্ডার প্রেসিডেন্টরা ৫ এপ্রিল তানজানিয়ার আরুশা শহরে শীর্ষ সম্মেলন করেছেন এবং যৌথ বাজার প্রতিষ্ঠার সময় সীমা আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছেন।
তিনটি দেশের বিষয়কমন্ত্রীদের যৌথভাবে দাখিল করা সময় তালিকা অনুযায়ী, তিনটি দেশ এবছরের ১ জুলাই থেকে ২০০৮ সালের শেষ দিক পর্যন্ত যৌথ বাজারের কর্মসূচির আলোচনা শুরু হবে এবং সংশ্লিষ্ট চুক্তি স্বাক্ষর করবে। ২০০৯ সালে পূর্ব-আফ্রিকা ইউনিয়নের বিভিন্ন সদস্য দেশগুলো অনুমোদন দেয়ার পর ২০১০ সালে পূর্ব-আফ্রিকা ইউনিয়ন বাজার আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে।
এই শীর্ষ সম্মেলন বুরুনডি ও রুয়ান্ডার যোগদানের আবেদন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
|