ফিলিস্তিন স্বায়ত্তশাসিত সরকারের প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়েহ ৫ এপ্রিল একটি বিবৃতিতে বলেছেন, ফিলিস্তিনী জনগণের জীবনযাপন ক্ষেত্রে ফিলিস্তিন নতুন সরকার ইসরাইলের সঙ্গে যোগাযোগের বিরোধীতা করবে না।
ইসমাইল হানিয়েহ একই দিন নতুন মন্ত্রীসভা সদস্যদেরকে ডেকে রামাল্লাহ এবং গাজায় ভিডিও সম্মেলন অনুষ্ঠান করে। সম্মেলনের পর তিনি বলেছেন, তিনি জীবনযাত্রার ক্ষেত্রে ইসরাইলের সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে ফিলিস্তিনের বিভিন্ন সংস্থার যোগাযোগ করার বিরোধীতা করেন না, একটি সরকার হিসেবে ইসরাইলের সঙ্গে যোগাযোগ করলে ফিলিস্তিনী জনগণের স্বার্থের ক্ষতি হবে না।
ফিলিস্তিন-ইসরাইল আলোচনা সম্বদ্ধে তিনি জোর দিয়ে বলেছেন, রাজনৈতিক আলোচনা প্রক্রিয়া হচ্ছে একটি রাজনৈতিক ধারণার সমস্যা, ফিলিস্তিনের নতুন সরকার এ বিষয়ে কোনো রাজনৈতিক দায়িত্ব বহন করবে না।
|