নেপালের রাজধানী কাঠমান্ডু এবং কাছের শহর ললিতপুরের সরকার ৫ এপ্রিল সন্ধ্যায় একসাথা নিরাপত্তার জন্যে সেদিন রাত ১১টা থেকে ভোর ৩টা পর্যন্ত রিং সকড়ের ভেতরে সান্ধ্য আইন জারী করার কথা ঘোষণা করেছে,
এর আগে, নেপালের সাতটি বিরোধী পার্টি সাত দলীয় জোট ঘোষণা করেছে, ৬ থেকে ৯ এপ্রিল পর্যন্ত চার দিনব্যাপী সারা দেশে হরতাল করবে, যাতে রাজার প্রতি গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি জানানো যায়।
৪ এপ্রিল রাতে, কাঠমন্ডু এবং ললিতপুরের সরকার রিং সকড়ের ভেতরে মিছিল ও সমাবেশ নিষিদ্ধ করার ঘোষণা করেছে। ৫ এপ্রিল দিনের বেলায় যে ব্যক্তিরা নিয়ম লংঘন করে রাস্তায় মিছিল বের করেছে, তাকে পুলিশ পক্ষ তাদের গ্রেফতার করেছে।
|