সম্প্রতি প্রণীত চীনের অর্থ মন্ত্রণালয়ের একটি নিয়ম অনুযায়ী , ভবিষ্যতে যে সব শিল্প প্রতিষ্ঠান চীনের ভূভাগের স্থল ও সমুদ্রে অশোধিত তেল উত্পাদন আর বিক্রি করবে , সে সব শিল্প প্রতিষ্ঠানকে নিয়ম অনুযায়ী তেলের অতিরিক্ত আয় থেকে উদ্বৃত্ত অর্থ জমা দিতে হবে ।
যে সব তেল শিল্প প্রতিষ্ঠানের আয় ব্যারেলে ৪০ মার্কিন ডলার ছাড়িয়ে যায় , সে সব শিল্প প্রতিষ্ঠানকে উদ্বৃত্ত অর্থ জমা দিতে হবে ।
বিশেষজ্ঞরা বলেছেন , বর্তমানে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল প্রতি ৬০ মার্কিন ডলারেরও বেশি হয়েছে বলে তেল শিল্প প্রতিষ্ঠানের মুনাফা অনেক বেড়েছে । চীন সরকার তেল শিল্প প্রতিষ্ঠানের অতিরিক্ত আয় থেকে উদ্বৃত্ত অর্থ আদায়ের যে নিয়ম প্রণয়ন করেছে , তাতে গরীবদের আর গণ-কল্যাণ ব্রতের চাহিদা পূরণ করা যাবে ।
|