আফগানিস্তানের জাবুল প্রদেশের পুলিশ ব্যুরোর পরিচালক মোহাম্মদ নাবি ৪ এপ্রিল স্বীকার করেছেন, ৩ এপ্রিল আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের জাবুল প্রদেশে তালিবানের সশস্ত্র ব্যক্তিরা ২ জন আফগান প্রকৌশলীকে অপহরণ করেছে।
এই পুলিশ অফিসার সিনহুয়া বার্তা সংস্থার সংবাদদাতাকে বলেছেন, একদল সশস্ত্র তালিবান ৩ এপ্রিল সকালে জাবুল প্রদেশে কাবুল থেকে কান্দাহারগামী সড়কপথের পাশে আফগান পুনর্বাসন কোম্পানির দুজন স্থানীয় প্রকৌশলীকে অপহরণ করেছে। তিনি বলেছেন, তালিবান সরকারের সঙ্গে যোগাযোগ করেছে এবং জিম্মী মুক্তি করার শর্ত উত্থাপন করেছে, তা হচ্ছে সরকারকে একজন আটককৃত তালিবান নেতাকে মুক্তি দিতে হবে। আফগানিস্তান সরকার স্থানীয়দের সাহায্যে তালিবানের সঙ্গে যোগাযোগ এবং আলোচনা শুরু করেছে, জিম্মী যত তাড়াতাড়ি সম্ভব নিরাপদে মুক্ত করার প্রত্যাশা ব্যক্ত করছে।
|