নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হেলেন ক্লার্কের আমন্ত্রণে চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও স্থানীয় সময় ৫ এপ্রিল রাতে নিউজিল্যান্ডের রাজধানী উয়েলিংটনে পৌঁছে তাঁর আনুষ্ঠানিক সফর শুরু করেছেন।
বিমান বন্দরে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্লার্ক ওয়েন চিয়া পাওয়ের জন্য অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করেন। ওয়েন চিয়া পাও লিখিত বক্তৃতায় বলেছেন, চীন ও নিউজিল্যান্ডের দূরত্ব বেশি হলেও দু'দেশের জনগণের বন্ধুত্বপূর্ণ আদান-প্রদান সুদীর্ঘকালের। সাম্প্রতিক বছরগুলোতে দু'দেশের সম্পর্ক স্থিতিশীলভাবে উন্নত হয়েছে। দু'পক্ষের রাজনৈতিক সম্পর্ক নিরন্তরভাবে জোরদার হয়েছে, অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা ফলপ্রসূ, জনগণের আসা-যাওয়া ধারাবাহিকভাবে সম্প্রসারিত হয়েছে। আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয়াদিতে দু'দেশের সংলাপ এবং আলোচনা দিনে দিনে বাড়ছে। চীন ও নিউজিল্যান্ডের সার্বিক সহযোগিতামূলক সম্পর্ক উন্নয়ন করা কেবল দু'দেশ এবং দু'দেশের জনগণের মৌলিক স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ তা নয়, বরং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্যেও হিতকর।
ওয়েন চিয়া পাও ৬ এপ্রিল ক্লার্কের সঙ্গে বৈঠক করবেন। তাঁরা দু'দেশের সার্বিক সহযোগিতামূলক সম্পর্ক এবং অভিন্ন স্বার্থের সঙ্গে জড়িত সমস্যা নিয়ে মত বিনিময় করবেন।
|